যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেনে তুমুল লড়াই
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে যখন সৌদি আরবে যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে আলোচনায় বসেছে, তখনো দেশ দুটি একে অপরের ওপর ভয়াবহ হামলা চালাতে ব্যস্ত ছিল। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার (১১ মার্চ) থেকে শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠক। সেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজচুক্তি নিয়ে আলোচনায় বসেন ইউক্রেনের প্রতিনিধিরা।
অথচ বৈঠকের আগের রাতেও (সোমবার) ইউক্রেনের ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দোনেৎস্কেও চলে রাতভর ড্রোন ও বিমানহামলা।
দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, ১১ মার্চ দিনরাত রাশিয়ার সেনারা দোনেৎস্ক ওব্লাস্টে ধারাবাহিক হামলা করে, এতে দুই শিশুসহ কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত এবং পাঁচজন আহত হয়। হামলায় নিহতদের মধ্যে ১১ এবং ১৩ বছর বয়সী দুই ভাইও ছিল। এছাড়াও, ৫১ এবং ৫৭ বছর বয়সী দুই মহিলা গুরুতর আহত হয়ে মারা গেছেন।
রুশ বাহিনী দোনেৎস্ক ওব্লাস্টের একাধিক বসতি এবং শহরে ড্রোন, কামান এবং বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, রিভনে গ্রা,ম মোলোচারস্কা গ্রাম, পোকরোভস্ক এবং রডিনস্কে।
আহত বেসামরিক লোকদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যার মধ্যে একটি ১৪ বছর বয়সী শিশুও রয়েছে। একাধিক ভুক্তভোগীর মাথা এবং ঘাড়ে আঘাত লেগেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ১১ মার্চ রাতে ইউক্রেনীয় বাহিনী মস্কোর তেল শোধনাগার এবং ওরিওল ওব্লাস্টে অবস্থিত দ্রুজবা তেল পাইপলাইনসহ রাশিয়া জুড়ে ৫ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে।
তবে, রাশিয়া জানিয়েছে- মস্কো, ওরিওল এবং আরো আটটি অঞ্চলে ৩৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইউক্রেনের ওই হামলার পরই রুশ বাহিনী কিয়েভসহ বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ হামলা চালাচ্ছে। মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে রাশিয়া। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া।
পাশাপাশি সীমান্তবর্তী কুর্স্কের স্থল হামলা চালাচ্ছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, রুশ বিমানহামলা প্রতিহত করতে কিভের আকাশে নিরন্তর উড়ছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
Parisreports / Parisreports
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক
অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩
এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা
পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত
চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের
মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয়