বৃহষ্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান খান 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২৫ দুপুর ১১:৩

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলে অনেকবার কটাক্ষের শিকার হয়েছে কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুর সাম্রাজ্যের বিরুদ্ধে অভিনেত্রী যেভাবে সরব হয়েছেন, তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছেন।

যার কারণে বলিউডে বর্তমানে তিনি রীতিমতো ‘কোণঠাসা’। বলিউডে লাইমলাইট থেকে দূরে তিনি এখন হিমাচল নিয়ে ব্যস্ত, মাণ্ডির সাংসদ পাশাপাশি রেস্তরাঁর মালকিন। আবার প্রযোজকও। এবার কঙ্গনার সেই ‘স্বজনপোষণ তত্ত্ব’ নিয়েই খোঁচা দিলেন সালমান খান।

সম্প্রতি ‘সিকন্দর’-এর প্রচারে সাংবাদিকরা যখন তাকে ‘স্বর্নিমিত সুপারস্টার’ বলে আখ্যা দেন তখনই তড়িৎগতিতে প্রতিক্রিয়া আসে সালমানের পক্ষ থেকে। 

ভাইজান বলেন, ‘এই দুনিয়ায় কেউ স্বনির্মিত নয়। কেউ শুধুই নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। সবটাই টিমওয়ার্ক। আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বাইতে না আসতেন, তাহলে হয়তো আমি ওখানেই চাষবাস করতাম।’ 

‘ওর সিদ্ধান্তেই আমি এতদূর আসতে পেরেছি। বাবা এখানে এসে সিনেমায় কাজ করেছেন। এখন আমি ওর ছেলে হিসেবে কাজ করছি। হয়তো আমি ওখানে ফিরে যেতে পারতাম কিংবা মুম্বইতে কাজ করতাম, আর এই বিষয়টাকেই অনেকে স্বজনপোষণ বলে দাগিয়ে দেন। আমার অবশ্য ভালোই লাগে।’

এরপরই সাংবাদিকরা রবিনা ট্যান্ডনের মেয়ের বলিউড ডেবিউ প্রসঙ্গে ভাইজানকে জিজ্ঞেস করেন। তবে সালমন রবিনার পরিবর্তে কঙ্গনার নাম শুনতে পান। এরপর সালমান বলেন, ‘কঙ্গনার মেয়ে হলে হয়তো সে সিনেমায় কাজ করবে, নয়তো রাজনীতিতে যোগ দেবে। সেটাও তো।’

সাংবাদিকরা যখন ‘নেপোটিজম’ শব্দের উল্লেখ করেন, তখন সালমনকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, ওই হল। স্বজনপ্রীতি। আর নয়তো কঙ্গনার সন্তানকে অন্য কোনও পেশায় যোগ দিতে হবে।’

Parisreports / Parisreports