আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো

স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির কোনও তথ্য প্রেস উইং থেকে ছড়ানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ গুজব ছড়ানো। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।
রোববার (২২ ডিসেম্বর) ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।”
তিনি আরও লেখেন, “পরিষ্কারভাবে জানাতে চাই যে, ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনও গুজব আমরা ছড়াইনি। আমার কোনও সহকর্মীও এ ধরনের কোনও মন্তব্য করেননি। কোনও সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।”
প্রেস সচিব লেখেন, “তবে আমরা এটুকু বলতে পারি, দেরিতে হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।”
ভারতের উদ্দেশে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।”
তিনি লেখেন, “শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারও মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।”
প্রেস সচিব আরও বলেন, “লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের স্বৈরশাসকদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে- স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।”
Parisreports / Parisreports

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান

কোনাবাড়ীতে শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা

মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেয়া হবে

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

লঘুচাপ সৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করল সরকার

তিন বছরে পদ্মা সেতু থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি আয়

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

‘ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা’

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

ছুটির দিনে ৭ জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ
