হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংহের বোনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অঞ্জলি অঞ্জলি দিনেশ আনন্দকে। এদিকে ‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলির অভিনয় দর্শকের নজর কেড়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার কথায়, ‘শৈশবে লাগাতার হেনস্তার শিকার হয়েছি এবং সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।’
অঞ্জলি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্যগুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনও উপায় ছিল না।’
এরপর তিনি যোগ করেন, ‘সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন।’ নিজের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন অভিনেত্রী।
প্রসঙ্গত, অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। অবশেষে তার প্রথম প্রেমিক এসে নাকি তাকে এই নৃত্যগুরুর কবল থেকে উদ্ধার পেতে সাহায্য করে।
Parisreports / Parisreports

‘খুব ছোট’ বলে সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী

হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

সম্পর্ক আইসক্রিমের মতো, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান খান

মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

সুশান্তের মৃত্যু মামলা থেকে মুক্তি পেলেন রিয়া

রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন

ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া

রং মাখানোর সুযোগে আপত্তিকর স্পর্শ

গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বেঁচে গেলেন পারশা মাহজাবীন

আমিরের নতুন প্রেমিকা গৌরির পরিচয় জানা গেল
