বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৫ রাত ১২:৮

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ও স্ত্রী টু দারুণ পছন্দ করেছেন দর্শকরা। সিনেমায় শ্রদ্ধা কাপুরের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। এমনকী বক্স অফিসেও ভালো আয় এনে দিয়েছে এই দুইটি ছবি। 

তবুও সম্প্রতি এক মন্তব্যের কারণে সিনেমার প্রযোজক দীনেশ নিজানের ওপর ভীষণ বিরক্ত শ্রদ্ধার অনুরাগীরা। তিনি বলেছেন, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন। এই কারণে তাকে স্ত্রী সিনেমায় কাস্ট করা হয়। 

কোমল নাহাটার সঙ্গে একান্ত কথোপকথনে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনিই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাকে হাসতে বলেছিলাম।’


দীনেশ বিজনের এই বক্তব্যে ক্ষেপেছেন অভিনেত্রীর অনুরাগীরা। তারা সামাজিক মাধ্যমে অমর কৌশিক ও দীনেশ বিজনের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন।  একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তার নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই মস্করা করছেন।’ 

একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।’  তৃতীয় একজন লিখেছেন, ‘জঘন্য মানসিকতা। এদের নামে মামলা করা উচিত।’

ব্যবসার দিক থেকে বক্স অফিসে ভালো ফল করেছে স্ত্রী ২। ছবিটি দারুণ সফল হয়েছিল। ভারতীয় বাজারেই প্রায় ৫৯৭ কোটি রুপি আয় করেছিল এই সিনেমা।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা।

Parisreports / Parisreports

‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

প্রাণনাশের আতঙ্ক, সালমানের ছবি তোলা নিষেধ! 

ওষুধ খেয়ে রোগা কপিল, চিনতেই পারছে না ভক্তরা

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

কান চলচ্চিত্র উৎসবে আবারও টম ক্রুজ

ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!

যৌন হেনস্তার ঘটনায় ‘স্কুইড গেম’-এর অভিনেতার কারাদণ্ড

‘খুব ছোট’ বলে সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী

হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী 

‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন