প্যারিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ
প্যারিসের ১৭তম অ্যারোন্ডিসমেন্টে একটি বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্রে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের ফায়ার সার্ভিসের অন্তত ২০০ দমকলকর্মী এবং প্রায় ৬০টি অগ্নিনির্বাপক যান মোতায়েন করা হয়।
ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় প্যারিসের আকাশ। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধোঁয়ার কুণ্ডলি আইফেল টাওয়ার থেকেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। স্থানীয়দের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিও পোস্ট করেন। শহরের কিছু অংশে ধোঁয়ার কারণে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে।
প্যারিস পুলিশ ও জরুরি সেবাদাতা সংস্থা দ্রুতই এলাকা ঘিরে ফেলে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট রিং রোড (boulevard périphérique)-এর একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জনগণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
আগুন লাগা ভবনটি একটি বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র, শহর কর্তৃপক্ষের মতে ২০১৯ সালে চালু হয়েছিল। এটি মূলত ৯ লাখ প্যারিসবাসীর গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আগুন লাগায় নগর কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে মতে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা ক্যামেরা ও কর্মীদের জবানবন্দি সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
এত বড় অগ্নিকাণ্ডের পরেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুনর্ব্যবহার কেন্দ্রের সকল কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার পরপরই টুইট করে দমকল বাহিনীর সাহসী ভূমিকাকে প্রশংসা করেন এবং বলেন, “এটি ছিল এক বিপজ্জনক পরিস্থিতি, তবে আমাদের দমকল বাহিনী অসাধারণ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে।” ক্ষতিগ্রস্ত ১৭তম অ্যারোন্ডিসমেন্টের মেয়র জিওফ্রে বোলার্ড ফরাসি সংবাদ সংস্থা বিএফএমটিভিকে বলেন। ভবনটি সম্পূর্ণরূপে ভস্মীভূত এবং ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, তবে ভিতরে থাকা সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। "অগ্নিনির্বাপক কর্মীরা খুব দ্রুত পৌঁছে যান, কিন্তু আগুন মাটির নিচে লেগে পুরো ভবনে ছড়িয়ে পড়ে," বোলার্ড বলেন। প্যারিসের দমকল বাহিনী এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে যে "বড় আগুন" লেগেছে এবং জনসাধারণকে "ওই এলাকা থেকে দূরে থাকতে এবং জরুরি পরিষেবাগুলিকে কাজ করতে দিতে" আহ্বান জানিয়েছে।
Parisreports / Parisreports
সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়
মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিনগান : ট্রাম্প
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত
ভারতকে বাদ দিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়ার ইচ্ছা পাকিস্তানের
অভিবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা