ভিসা চালু করায় আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
 
                                    বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। একইসঙ্গে দেশটির পক্ষ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
বুধবার (৭ মে) রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ ধন্যবাদ জানান তিনি। ইউএই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান।
এর আগে, মন্ত্রী শেখ আল নাহায়ান নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি স্বল্প সময়ের সফরে বিকেল ২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি।
প্রতিনিধি দলে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুর রহমান আল হাউই। বৈঠকে শেখ আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে এবং আমাদের বন্ধুত্ব পুনরায় দৃঢ় করতে এখানে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে, আমরা তার প্রশংসা করি। বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে আগ্রহী।’
এই সৌহার্দ্যপূর্ণ অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. ইউনুস বলেন, ‘আমরা এ ধরনের সম্পৃক্ততা ও সহায়তাকে স্বাগত জানাই। একইসঙ্গে বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগকেও স্বাগত জানাই।’
ভিসা সহজীকরণের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের দরজা খোলার জন্য ধন্যবাদ। কয়েকটি পদক্ষেপ এখনো বাকি রয়েছে। তবে আমরা আশা করি, আমরা সক্রিয়ভাবে যোগাযোগ রাখব এবং সেগুলো সমাধান করব।’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের নাগরিকদের প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা প্রদান শুরু করেছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য একসঙ্গে অনেকগুলো ভিসা দ্রুত জারি করা হচ্ছে। এছাড়া, দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দ্বারা পুনরায় চালু করা হয়েছে। এ প্রক্রিয়ায় সম্প্রতি বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী প্রভৃতির ভিসা প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে নিরাপত্তারক্ষীদের জন্য পাঁচ শতাধিক ভিসা প্রদান করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হোমোদি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ত্যাগ করেন ইউএই প্রতিনিধি দল।
Parisreports / Parisreports
 
                নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা
 
                শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি
 
                আজ ভয়াল ২৮ অক্টোবর
 
                সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব
 
                বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’
 
                বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
 
                ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
 
                এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!
 
                ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
 
                শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি
 
                শাহজালাল বিমানবন্দরে-ভয়াবহ-আগুন
 
                ইলিশের চাপ রুই-কাতলার বাজারে, গরু-মুরগিতেও নেই স্বস্তি
 
                 
                     
                 
                            