ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

নিম্ন আদালতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ড শুনানি শেষে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর আইনজীবীদের চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন। মঙ্গলবার (১২ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মমতাজ বেগমকে ঢাকার মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় আদালতে অন্য মামলার শুনানি চলছিল। তবে মমতাজকে আদালতে নেয়া হলে পুরো এজলাস কক্ষ পরিপূর্ণ হয়ে যায়। এ সময় কিছুটা হট্টগোলের তৈরি হয়। পরে মমতাজ বেগমকে এজলাসকক্ষে নেয়া হলে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য সেখানে যান। সে সময় আইনজীবী মাহবুব আলম আক্তার সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দিতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।
এরপর শুনানি শেষে মমতাজ বেগমের চার দিনের রিমান্ডের আদেশের পর আইনজীবীরা ব্রিফ করতে ডায়াসের সামনে দাঁড়ান। তখন ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সে সময় কয়েকজন সাংবাদিক আইনজীবীদের ধস্তাধ্বস্তি না করে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় যুবদলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন তিনি। এ সময় আরও কয়েকজন আইনজীবী মাহবুব আলমের সাথে যোগ দিয়ে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন।
সাংবাদিক সিয়াম বলেন, মাহবুব আলম আক্তার বারবার সাংবাদিকদের বলছিলেন, আদালত আমার, এখানে আমরা যা বলব তাই হবে। এতে সাংবাদিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি সাংবাদিকদের গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনিসহ আরও কয়েকজন আইনজীবী গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন।
এ ঘটনার বিষয়ে জানতে আইনজীবীর মাহবুব আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ এবং সাধারণ সম্পাদক মামুন খান। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
Parisreports / Parisreports

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মমতাজের রিমান্ড শুনানি ঘিরে আদালতে হট্টগোল

ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
