মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কান উৎসবের পর্দায় দেখানো হলো বাংলাদেশের ‘আলী’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৫ রাত ৯:০

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় এ সিনেমাটি।

সিনেমাটির গল্পপটে, উপকূল অঞ্চলের এক কিশোর— ‘আলী’, যে কিনা বেড়ে উঠেছে সমাজের কিছু কঠিন প্রথার ভেতরে। যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে; আর এমনই এক পরিবেশে গানের প্রতিযোগিতায় অংশ নিতে চান আলী। তার এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

বলা বাহুল্য, সিনেমাটি কান উৎসবের মতো আসরে জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি বড় কৃতিত্ব। আর প্রদর্শনীর পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো বাংলাদেশের নামে।

প্রদর্শনী শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক আদনান আল রাজীব। ‘আজকের এই মুহূর্তটি আমার জন্য নয়, আমাদের সবার জন্য—যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে।’ নির্মাতা এও বলেন, ‘আমি বিশ্বাস করি, সত্য যখন বলা হয়, তা ভাষা বা সংস্কৃতির সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়।’

Parisreports / Parisreports

নিজ বাড়িতে স্ত্রীসহ হলিউড পরিচালককে হত্যা

বোনদের পৈতৃক সম্পত্তি বঞ্চনার অভিযোগ, জবাব দিলেন ডিপজল

এক সিনেমা করেই ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!

বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা

সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

সংগীতশিল্পী সাগর মারা গেছেন 

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম

মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী