মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ফের বিতর্কে জাহ্নবী কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১০:২১

নিজের সিনেমা ‘হোমবাউন্ড’ নিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের স্টাইলে লাল গালিচায় হেটে নজর কেড়েছেন সবার। সেখানে এক সাক্ষাৎকারে ‘হোমবাউন্ড’ সিনেমায় তার চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন বিআর আম্বেডকরকে। জাহ্নবীর সেই বক্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। জাহ্নবীর বক্তব্য, আম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন।

মুলত, ‘হোমবাউন্ড’ সিনেমায় সুধা চরিত্রটি আম্বেডকরের সমর্থক। বাস্তবে আম্বেডকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী।

অভিনেত্রী বলেন, “আম্বেডকর সমাজের বহু বিষয়ে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলো সমর্থন করি আমি। বিভিন্ন কারণে তাকে এই সম্মান দেওয়া হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তা আমি সমর্থন করি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আম্বেডকরকে আরও ভালভাবে বুঝেছি।’

জাহ্নবীর এই মন্তব্য শুনে নেটিজেনদের দাবি, আম্বেডকরকে ভালভাবে চেনেনই না জাহ্নবী। একজন বলেছেন, ‘কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। আসলে আপনি কিছুই জানেন না।’ আর একজন প্রশ্ন তুলেছেন, ‘আচ্ছা জাহ্নবী বলুন তো, আম্বেডকর সমাজের জন্য ঠিক কী কী করেছিলেন?’

‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। অভিনেত্রীর কথায়, ‘আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য নির্মাতার কাছে আমি ঋণী। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যেভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে তার আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে।’ সূত্র: আনন্দবাজার অনলাইন।

Parisreports / Parisreports

নিজ বাড়িতে স্ত্রীসহ হলিউড পরিচালককে হত্যা

বোনদের পৈতৃক সম্পত্তি বঞ্চনার অভিযোগ, জবাব দিলেন ডিপজল

এক সিনেমা করেই ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!

বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা

সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

সংগীতশিল্পী সাগর মারা গেছেন 

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম

মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী