ধানমন্ডিতে যাত্রা শুরু করল হায়ার বাংলাদেশ

রাজধানীর ধানমন্ডিতে নতুন একটি শো-রুম উদ্বোধন করেছে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হায়ার। এই নতুন শো-রুমটি হায়ারের সমৃদ্ধি এবং গ্রাহকদের উচ্চমানের, উদ্ভাবনী হোম সমাধান প্রদানের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডির ৭৫ সাতমসজিদ রোডে নতুন শো-রুমটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফ্ল্যাগশিপ শো-রুমে গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডিসপ্লে সুবিধা থাকবে, যা পণ্য নির্বাচন এবং কেনাকাটা আরও সুবিধাজনক করে তুলবে।
হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. ওয়াং শিয়াংজিং বলেন, "আমরা এই নতুন শো-রুম খুলতে পেরে এবং আমাদের গ্রাহকদের সাথে আরও গভীর সম্পর্ক গড়তে পেরে রোমাঞ্চিত।" তিনি আরও বলেন, এটি হায়ারের নতুন পণ্যগুলো প্রদর্শন করার একটি সুযোগ এবং গ্রাহকদের আরও উন্নত, সুবিধাজনক ও টেকসই সমাধান প্রদান করার প্রতিশ্রুতি।
ধানমন্ডির মতো একটি অভিজাত এলাকায় নতুন এই শো-রুমে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা, যেখানে গ্রাহকরা হায়ারের বিভিন্ন পণ্য দেখতে পাবেন। শো-রুমে স্মার্ট টিভি, এনার্জি সেভিং ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য থাকবে, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনকে কীভাবে উন্নত করতে পারে তা প্রদর্শন করবে।
উদ্বোধন উপলক্ষে শো-রুমে কিছু আকর্ষণীয় কম্বো অফারও রয়েছে। এই অফারগুলোর মধ্যে রয়েছে- দেড় টন এসি ও ১৫ লিটার ওয়াটার হিটার মাত্র ৬৫ হাজার টাকায়, ৫৫ ইঞ্চি টিভি ও ৭ কেজির টপ লোড ওয়াশিং মেশিন মাত্র ৮০ হাজার টাকায়, এবং ৬৮০ লিটারের রেফ্রিজারেটর ও ৭ কেজির টপ লোড ওয়াশিং মেশিন মাত্র দেড় লক্ষ টাকায়। প্রতিটি অফারের সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট বক্সও।
এছাড়া, হায়ার বাংলাদেশে কিছু নতুন ও চমকপ্রদ পণ্যও নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে দেশে প্রথমবারের মতো সোলার হাইব্রিড এসি, এস৯০০ সিরিজের কিউএলইডি টিভি, কম্বি সিরিজ ওয়াশার ড্রায়ার, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস সুপার ফ্রিজিং এবং বাংলাদেশে প্রথমবারের মতো শক প্রুফ ওয়াটার হিটার।
হায়ার বাংলাদেশ লিমিটেড উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের শীর্ষস্থানীয় প্রদানকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা ক্রমাগত উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য একটি উন্নত হোম অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Parisreports / Parisreports

দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বাতিল

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে " সাদা হাতি"র আয়োজন

স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ

নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির মায়ের মৃত্যু

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব চাইল বিএফআইইউ

১৩তম বছরে পা দিল নভোএয়ার

কুমিল্লায় ডিসির বাসভবনে ছেলেসহ সাংবাদিককে নাজেহাল

আন্দোলনে যাদের অবদান, তাদের মূল্যায়ন করুন: সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানি চক্ষু হাসপাতালের উদ্যোগ

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ
