সোমবার, ৫ মে, ২০২৫

১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ রাত ১২:৩১

১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গঠন করা হয়েছে ৮টি উপ-কমিটি। আগামী ২৮ ডিসেম্বর সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে তৃণমূলের সব কমিটি সম্পন্ন করে সবার সহযোগিতায় একটি সফল সম্মেলন প্রত্যাশা করছে বর্তমান কমিটি। আগামী ২৮ ডিসেম্বরের সম্মেলনটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। 

গত ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নানকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামলকে ১ নম্বর সদস্য করা হয়েছে। তা ছাড়া অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম খান, বেলাল উদ্দিন সরকার, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, মো. আসাদুজ্জামান শাহীন, আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন, মো. কাউসার, মো. আজিম প্রমুখ।

কমিটিতে কবির আহমেদ ভূঁইয়াকে ৩২ নম্বর সদস্য করা হয়েছে। কবির আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান ওরফে সানির আপন বড় ভাই এবং আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় প্রার্থী হতে চান।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি নেতারা জানিয়েছেন, বর্তমান ৩২ সদস্যের নতুন কমিটিতে স্থান পাওয়া ২৬ নেতাই কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী ছিলেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ রয়েছে অনেক। 

তবে শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বর্তমান কমিটির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, একটি সফল সম্মেলন করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে ২০২৪ সালে তৃণমূলের কমিটিগুলো সম্পন্ন করা হয়েছে।

Parisreports / Parisreports

নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য

চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ

৪-৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দিন

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ 

ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত

ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা সক্রিয় হচ্ছে

১৬৬ প্রস্তাবের ১৪৭টিতে একমত খেলাফত মজলিস

খোলস পাল্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা বনে গেলেন শ্রমিকদল নেতা  

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা বৈঠক চলছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

আত্মপ্রকাশ করেই নিবন্ধন আবেদনের সময় তিন মাস বাড়ানোর দাবি বিএজিপির

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি