বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

লটারিতে এবার স্কুলে ভর্তিতে সুযোগ পেয়েছে ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২৪ রাত ১১:৫৮

প্রথম থেকে ৯ম শ্রেণির স্কুলে ভর্তিতে এবার সুযোগ পেয়েছে ৩ লাখ ৬ হাজার ৮৮ জন। আর অপেক্ষমাণ তালিকায় আছে ৩ লাখ ৬ হাজার ৭০৩ জন। মঙ্গলবার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় লটারির এই ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে স্কুলে ভর্তিতে ৯ লাখ ৮৩  হাজার ৫৩৯ টি আবেদন পড়ে। আসন রয়েছে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯ টি।

মঙ্গলবার আন্তজার্তিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সরকারি-বেসরকারি স্কুলের ডিজিটাল লটারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় তত্ত্বাবধানে হওয়া লটারিতে প্রথম ধাপে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে ৯৮ হাজার ২০৫ জন আর বেসরকারি স্কুলে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। 

অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষাব্যবস্থা এমন যাতে সৃজনশীলতা ঝেঁটিয়ে বিদায় দেওয়া হয়। চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়।’  

ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অনলাইন ভর্তি কার্যক্রমে আসেননি আগামী বছর তাদের আসতে হবে, বলছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ‘অভিভাকদের যেভাবে কোচিং সেন্টারে ঘুরাঘুরি করতে হতো। মেধাভিত্তিক ভর্তির ক্ষেত্রে যাদের আশঙ্কা নিশ্চিত করার জন্য তাদের একটা উপশম হয়েছে।' 

এদিকে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি হওয়াতে তদবির, ভর্তিবাণিজ্য বন্ধ হয়েছে, বলছে স্কুল কর্তৃপক্ষ।  

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‌‌‌‌যারা ভর্তির যোগ্য তারা ভর্তি হতে পারছে, এখানে সমতাও চলে এসেছে। এখানে অভিভাবকদের চাপ এবং অন্যান্য চাপ কমে আসবে।'

খুদে শিক্ষার্থীরা খুশি স্কুলে যাওয়ার সুযোগে। আর অভিভাবকরা বলছে, অতিরিক্ত ফি নেয়া ঠেকাতে শিক্ষামন্ত্রণালয়কে নজরদারি করতে হবে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, একই নম্বরে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অনলাইনে দ্রুত ফলাফল জানতে ভর্তির ওয়েবসাইটেও ফল জানা যাবে।

মাউশি আরও জানিয়েছে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির হতে এবার সারা দেশে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। এই ১৮ দিনে ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন পড়ে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

Parisreports / Parisreports

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ওমর ফারুক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

এক দিন পেছালো এসএসসির গণিত পরীক্ষার রুটিন

জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার

থমথমে কুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

কাফনের কাপড় পরে শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন শিক্ষকরা

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ