শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কতটা সাড়া ফেলল ঢাবির শাটল বাস সার্ভিস


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ১২:১

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য প্রথমবারের মতো চালু হয়েছে শাটল বাস সার্ভিস। গত ২৮ নভেম্বর তিনটি রুটে পরীক্ষামূলকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। পহেলা ডিসেম্বর থেকে সার্ভিসটি পুরোদমে চালু হয়। চালুর তিন সপ্তাহ পার হওয়া শাটল বাসের এই সেবায় কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করলেও ভিন্নমত পোষণ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনেককে শাটল বাসের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), সকল অনুষদের ডিন, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

পহেলা ডিসেম্বর থেকে সার্ভিসটি পুরোদমে চালু হয়। বর্তমানে তিনটি রুট নির্ধারণ করে তিনটি বাস দিয়ে শাটল সার্ভিস চালানো হচ্ছে। এ সকল রুটে সকাল সোয়া ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাস চক্রাকারে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্টপেজে পৌঁছে দিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাটল বাস সেবায় শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। প্রতিদিন প্রায় ১৬-১৯টি ট্রিপ দিতে পারে প্রতিটি বাস। সবমিলিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১১০০ শিক্ষার্থী যাতায়াতের জন্য ব্যবহার করছে শাটল বাস। প্রায় ঘণ্টার কাছাকাছি সময় পেরিয়ে এক স্থানে যাচ্ছে শাটল। তবে শিক্ষার্থীদের অনেকে ভিন্নমত দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান ফয়েজ বলেন, 'শাটল বাস কই? আমি তো দেখি ভাঙারি বাস। ক্যাম্পাসে ইজিলি মুভেবল কিছু না দিয়ে বাস ঢুকিয়ে দিল। সমস্যা একটুও সমাধান করতে পারেনি। উল্টো আরও সমস্যা তৈরি করেছে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, ‘শিক্ষার্থীরা প্রশাসনের কাছে আবেদন করেছিল যেন শাটল দেওয়া হয়। আমরা এক ধরনের ছোট গাড়ি চেয়েছিলাম বা ক্যাম্পাসের সব জায়গায় যাবে। কিন্তু প্রশাসন আমাদের হতাশ করে দিয়েছে একটা বাস, যা আবার পুরাতন। এই বাসের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে, এই বাস বড় হওয়ায় ক্যাম্পাসের সব জায়গায় যেতে পারে না। বিশেষত হলপাড়ায় তো কখনোই না। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী থাকে হলপাড়ায়। এর সময় নির্ধারণে ব্যাপক ত্রুটি আছে। এক ঘন্টায় এক জায়গায় একবার বাস আসবে। কিন্তু আমাদের চাওয়া ছিল যেকোনো প্রয়োজনীয় মূহুর্তে বের হলেই গাড়ি পাব। মূলত শিক্ষার্থীরা এক প্রকার এটাকে বয়কট করেই রেখেছে। বাসে অনেক নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, অনেককে দাঁড়িয়ে থাকতে হয়। সব মিলিয়ে শাটল বাসটা এখন অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করি প্রশাসন এই বাস পরিবর্তন করে শিক্ষার্থীদের চাওয়ামতো নতুন শাটলের ব্যবস্থা করবে।’

Parisreports / Parisreports

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ওমর ফারুক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

এক দিন পেছালো এসএসসির গণিত পরীক্ষার রুটিন

জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার

থমথমে কুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

কাফনের কাপড় পরে শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন শিক্ষকরা

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ