শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বিনা পারিশ্রমিকে কাজ করেছেন সালমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ১২:৪০

২৫ ডিসেম্বর বড়দিনে বড় পর্দাতে আসতে চলেছে বরুণ ধাওয়ান অভিনীত সিনেমা ‘বেবি জন’। অ্যাটলির এ ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ক্রমেই বাড়ছে। এই ছবিতে বরুণের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দক্ষিণি নায়িকা কীর্তি সুরেশকে। কালীস পরিচালিত ‘বেবি জন’-এর আর এক নায়িকা ভামিকা গাব্বি। এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসতে চলেছেন জ্যাকি শ্রফ। এখন বড় ছবি মানেই কোনো সুপারস্টারকে অতিথি চরিত্রে দেখা যায়।

‘বেবি জন’-এ অতিথি চরিত্রে দেখা মিলবে সালমান খানের। জানা গেছে, অ্যাটলি প্রযোজিত এই ছবির জন্য অভিনেতারা বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক নিজেদের পকেটে পুরেছেন। একনজরে দেখে নেওয়া যাক, ‘বেবি জন’-এ অভিনয় করে কোন অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছেন।

ছবিতে বরুণ ধাওয়ানকে ডিসিপি ‘সত্যা ভার্মা’ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তিনি বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য করেছেন। এই ধরনের অ্যাকশন দৃশ্যে আগে কখনো দেখা যায়নি তাঁকে। জানা গেছে বরুণ ধাওয়ান এই ছবির জন্য নিয়েছেন ২৫ কোটি রুপি। কালীস পরিচালিত ‘বেবি জন’ ছবিতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশকে। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ‘বেবি জন’-এ তাঁর পারিশ্রমিক ৪ কোটি রুপি। বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে। ছোট এক চরিত্রে অভিনয়ের জন্য সানিয়া নিয়েছেন ১ কোটি রুপি।

এবার আসা যাক জ্যাকি শ্রফের পারিশ্রমিকের প্রসঙ্গে। তিনি এ ছবিতে ‘বাব্বর শের’ হয়ে ওঠার জন্য নিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি। বলিউড অভিনেতা রাজপাল যাদব হেড কনস্টেবল ‘রাম সেবক’-এর চরিত্রের জন্য ১ কোটি রুপি দর হাঁকিয়েছেন।

Parisreports / Parisreports