শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় বসছে মেডিকেল বোর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৫ রাত ১২:৫

বৈঠকে বসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠেয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চ্যুয়ালি অংশ নেবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন তিনি জানান, মানসিক ও শারীরিক দিক থেকে বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লন্ডনে খতমে কুরআন, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এর আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, ‘গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তাররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।’

তিনি বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডন আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না। সে জন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মুনাজাতের কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’

খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Parisreports / Parisreports

‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো কিছু করা যাবে না

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ঢাকায় বক্ষব্যাধিতে ভর্তি

ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করছে 

আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল

বিএনপি নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির

রাজপথে নামার হুঁশিয়ারি ফখরুলের

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া : বিএনপি

‘যারা আ.লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেই শত্রুজ্ঞান করব’

জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ