সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে আনলো ওয়ালটন


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ১২:৩৩

দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে এসেছে নতুন মডেলের বিশাল স্ক্রিনের ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে। সিনেক্সা ব্র্যান্ডে মোট ১২টি মডেলের ফোরকে আইপিএস আলট্রা ইউএইচডি ডিসপ্লে ও টাচস্ক্রিনযুক্ত ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো বাজারে ছেড়েছে ওয়ালটন। ৬৫ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চি পর্যন্ত স্ক্রিনের এই ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো অফিসিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য অত্যন্ত উপযুক্ত।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য বিশাল পর্দার এই ডিসপ্লে আধুনিক প্রতিষ্ঠানগুলোকে মাল্টিমিডিয়া ব্যবহারে দেবে অনন্য অভিজ্ঞতা।

তিনি জানান, কর্পোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার কথা বিশেষভাবে বিবেচনা করে তৈরি সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে শক্তিশালী অ্যামোলজিক এ৩১১ডি২ অক্টাকোর এআরএম প্রসেসর। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ১২৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড ১৩ অথবা ওপিএস মডিউলের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারেরও সুযোগ রয়েছে। এতে আরো রয়েছে ২০ পয়েন্ট মাল্টি-টাচ, স্ক্রিন মিররিং, রাইটিং, ইউএসবি ২.০. ৩.০, টাইপ এ ও সি, এইচডিএমআই, ল্যান, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ভিজিএ, অডিও ইন, অডিও আউটসহ অসংখ্য কানেকটিভিটি সুবিধা।

অনলাইন মিটিংয়ের জন্য সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে দেয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের হাই কোয়ালিটি এআই ক্যামেরা। সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য রয়েছে ৩৫ ওয়াট (আরএমএস) পর্যন্ত  স্পিকার এবং এবং বিল্টইন মাইক্রোফোন। ফলে অফিসিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়ে উঠবে আরো প্রাণবন্ত। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের হাউজিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বা মেটাল প্লেট যার প্রিমিয়াম লুক অফিস বা ক্লাসরুমের পরিবেশকে করে তুলবে আরো আকর্ষণীয়।

ওয়ালটনের সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের অ্যান্ড্রয়েড ভার্সনের মূল্য ২,৪৫,০০০ টাকা থেকে শুরু হয়েছে। আর ওপিএস মডিউলসহ মূল্য শুরু হয়েছে ২,৯৯,৭৫০ টাকা থেকে। এছাড়াও রয়েছে শক্তিশালী মেটাল স্ট্যান্ড সহ প্যাকেজ নেয়ার সুবিধা। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লে এখন ওয়ালটন প্লাজা থেকে ক্রয়ের পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/display/interactive-display) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন। এছাড়া কর্পোরেট ক্লায়েন্টদের জন্য থাকছে বিশেষ সুবিধায় অর্ডার করার সুযোগ।

Parisreports / Parisreports

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

ভিন্নরকম ফিচারের ব্র্যান্ড রেসি, কী পণ্য নিয়ে এলো দেশে

যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে

ইউমিডিজি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’উন্মোচন

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

রমজান ও ঈদের সেরা মুহূর্ত শেয়ার করে জিতে নিন ভিভো ভি৫০ ফাইভজি

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো

ওয়ালটন এর ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

এমডব্লিউসি ২০২৫-এ এআই ও ইকো-টেক উদ্ভাবন দেখালো ইনফিনিক্স

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

রমজানে প্রবাসীদের জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ