হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনের শূন্যস্থান পূরণীয় হওয়ার মতো না। কবে নাগাদ শূন্যস্থান পূরণ হবে তা আমরা জানি না।
তিনি বলেন, তাকে (হাসান আরিফ) কখনো রাগ করতে দেখিনি। অত্যন্ত ভদ্র-নম্র এবং বিনয়ী ছিলেন। আস্তে আস্তে কথা বলতেন। সবার কাছেই তিনি বিশ্বাসযোগ্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি নীতিবান ছিলেন। সহজ সরল মানুষ ছিলেন। বন্ধু বৎসল ন্যায়পরায়ণ মানুষ হিসেবে তার পরিচিতি ছিল। তিনি অনেক গুরুত্বপূর্ণ মামলার সাথে ছিলেন। এগুলো রিপোর্টেড আছে।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, হাসান আরিফ সাহেবের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শোকাহত। তিনি যেন শান্তি পান তার জান্নাত কামনা করছি।
শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা দুপুর ১২টায় সচিবালয়ে সম্পন্ন হয়।
শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি।
Parisreports / Parisreports

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মমতাজের রিমান্ড শুনানি ঘিরে আদালতে হট্টগোল

ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
