সোনার ভরি দেড় লাখ ছুঁয়েছে

সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ফেব্রুয়ারির ১০ দিনেই তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই নতুন মূল্য মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এই বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম উল্লেখ করা হয়।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। রুপার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা রয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্বর্ণ ও রুপার গয়না কেনার সময় ক্রেতাদের ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি গুনতে হবে। এর মানে, ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণর গয়না কিনতে হলে ক্রেতাকে মোট ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা দিতে হবে। এর মধ্যে স্বর্ণর দাম ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা, ভ্যাট ৭ হাজার ১৪০ টাকা এবং মজুরি ৮ হাজার ৬৬৭ টাকা যুক্ত হবে।
Parisreports / Parisreports

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

সোনার দামে নতুন রেকর্ড

ব্যাংকেও লম্বা ছুটি, শুক্র-শনি খোলা থাকবে কিছু শাখা

মোবাইল ব্যাংকিংয়ে নতুন রেকর্ড

ঈদের আগেবাড়ল স্বর্ণের দাম

ঈদের আগে চাঙা প্রবাসী আয়

এবার রোজার ঈদে পাওয়া যাবে না নতুন টাকা

তিন দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ

অনলাইনে সারা বছর দেওয়া যাবে রিটার্ন

সোনার ভরি দেড় লাখ ছুঁয়েছে

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দেড় লাখ ছুঁইছুঁই

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার
