রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

শবে বরাতে মসজিদে-মসজিদে পাপ মোচনের আকুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৫ রাত ১১:১১

শুক্রবার রাতে সারা দেশে মসজিদে-মসজিদে মুসল্লিদের ভিড় লেগেছে। পবিত্র শবে বরাতের এ রাতে মুসলমানরা মহান আল্লাহর দরবারে পাপ মোচনের আকুতি জানাচ্ছেন।

মুসলিম উম্মাহর জন্য শবে বরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে মুক্তির রাত হিসেবেও অভিহিত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগি, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সরেজমিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, স্টার জামে মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, ইস্কাটন মসজিদ, সেগুনবাগিচা মসজিদ, বেইলি রোড এলাকার বেশ কয়েকটি মসজিদ ঘুরে মুসল্লিদের ইবাদতে মশগুল থাকতে দেখা গেছে।

সরেজমিনে আরও দেখা যায়, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন জামাতে নামাজ আদায় করতে। মাথায় টুপি আর পাঞ্জাবি পড়ে মসজিদে এসেছেন অধিকাংশ মুসল্লি। কারও হাতে জায়নামাজ, আবার কারও হাতে তসবি।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মসজিদে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।


মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা বায়তুল মোকাররম মসজিদে এসেছেন। দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে।

মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে মুসল্লিদের ভিড় লেগেছে। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাত শরীফ, ওয়াজ-মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা সারা রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন।

হাজার হাজার মুসল্লি এই মসজিদে এসেছেন আল্লাহর দরবারে দোয়া করতে। মসজিদের আঙিনা ও আশপাশের রাস্তা মুসল্লিদের ভিড়ে সরগরম। শবে বরাত উপলক্ষে এ মসজিদে এশার নামাজের পর থেকে মুসল্লিরা বিশেষ ইবাদতে অংশগ্রহণ করেন। মসজিদ প্রাঙ্গণে জায়নামাজ, তসবিহ, টুপি ও আতরের দোকান বসে, যা উৎসবের আমেজ যোগ করে।

নারায়ণগঞ্জ ফকিরটোলা জামে মসজিদে শবে বরাতের রাতে ২৬তম বার্ষিক সালাতুজ তাজবী নামাজ অনুষ্ঠিত হবে। প্রতি বছর প্রায় ছয় হাজার মুসল্লি এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসুল্লিদের জন্য বিরিয়ানী পরিবেশন করা হয়।

চট্টগ্রামের জামে মসজিদেও শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। এই মসজিদেও হাজার হাজার মুসল্লি এসেছেন আল্লাহর দরবারে দোয়া করতে। শবে বরাতের রাতে এ মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ করা যায়। মসজিদটি বর্ণিল বাতি দিয়ে সাজানো হয়, এবং মুসল্লিরা নফল নামাজ ও অন্যান্য ইবাদতে অংশগ্রহণ করছেন।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদে এশার নামাজের পর থেকে মুসল্লিদের ভিড় দেখা যায়। মসজিদটি বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং মুসল্লিরা নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে অংশগ্রহণ করেন। 

হজরত শাহ সুফি আমানত খান (র.) দরগাহ মসজিদে শবে বরাতের রাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন। 

Parisreports / Parisreports

বনানীতে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

রাজধানীর ডেমরায় ফার্নিচারের দোকানে মধ্যরাতে অগ্নিকাণ্ড

৮ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

হাজারো প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

১ হাজার শয্যার হাসপাতালে অর্থায়ন করবে চীন

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেয়া হলো

যার যার মতো করে বৈশাখ উদ্‌যাপন করুন: ইউনূস

মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ