বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদস্য সচিব স্বাক্ষরিত তিনটি আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নেতাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হচ্ছেন- কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপির তিন নেতা গত ৫ আগস্টের পরে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়। এসব অভিযোগ পর্যালোচনা করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পায় দলটি।
অভিযোগগুলো প্রমাণ হওয়ায় ওই তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যারা দলের সাংগঠনিক বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অব্যাহতি পাওয়া এই তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা মেলায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে দলের সব ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
Parisreports / Parisreports

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নতুন বাংলাদেশে যা যা করতে চায় এনসিপি

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!
