ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কী বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না।
ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন নারী জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা এরেস্ট-এরেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।
রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা চাই না কোনো ধর্ষক আমাদের চোখের সামনে দিয়ে ঘুরাফেরা করুক।
Parisreports / Parisreports

টানা তাপমাত্রা বাড়ার আভাস

আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

ফের ৪ দিনের রিমান্ডে পলক

আজ লজ্জা থেকে বাঁচলাম, কলঙ্কমুক্ত হলাম: প্রধান উপদেষ্টা

সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত

একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ

যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত

আ. লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের

তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
