মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নারীদের ১টা করে খুনের অনুমতি দেওয়া হোক


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৭:৪৯

বিনা শাস্তিতে ভারতে নারীদের একটা করে খুন করার অনুমতি দেওয়া হোক। নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবসে এমনই দাবি তুলেছেন দেশটির এনসিপির (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী রোহিণী একনাথরাও খাড়সে।

এই প্রসঙ্গে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে চিঠিও লিখেছেন ওই নারী নেত্রী। শনিবার (৮ মার্চ) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং হিন্দুস্তান টাইমস।

নারী দিবসে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে রোহিণী দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের বিরুদ্ধে যেভাবে অপরাধের ঘটনা বাড়ছে, তাতে তাদের একটা করে খুনের অনুমতি দেওয়া হোক। ওই খুনের ক্ষেত্রে নারীদের কোনোরকম শাস্তি দেওয়া যাবে না।

সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে ১২ বছরের এক কিশোরীর গণধর্ষণের যে ঘটনা ঘটেছে, সেটা উল্লেখ করে শারদ গোষ্ঠীর নারী ব্রিগেডের সভানেত্রী জানিয়েছেন, নারীরা “অত্যাচারী মানসিকতা” এবং “ধর্ষণের মানসিকতা”-কে হত্যা করতে চান।

সেই বিষয়টি আরও ব্যাখ্যা করে রোহিণী জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার পক্ষ থেকে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে এশিয়ায় নারীদের জন্য সবচেয়ে নিরাপত্তাহীন দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়েছে। অপহরণ, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন গুরুতর ঘটনার কথা তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। প্রতিটা দিন যাচ্ছে, আর অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে। দুদিন আগেই মুম্বাইয়ে এক ১২ বছরের কিশোরীর ওপরে ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছে।

আর এই পরিস্থিতিতে নারীদের বিনা শাস্তিতে একটা খুনের অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন এনসিপি নেত্রী। তিনি বলেছেন, “মাননীয় রাষ্ট্রপতি, যখন রাজ্য এবং লোকজন বিপদের মুখে ছিলেন, তখন তাদের রক্ষা করতে নিজেদের হাতে তলোয়ার তুলে নিয়েছিলেন মহারানি তারাবাই এবং দেবী অহিল্যাবাই হোলকাররা। সমাজ সংস্কারের জন্য আমরা যে লড়াই করছি, সেটার জন্য কেন চুপ করে থাকব?”

অবশ্য বিনা শাস্তিতে নারীদের খুনের অনুমতি প্রদানের আর্জি জানানোর পাশাপাশি সেটার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন এনসিপি নেত্রী। তিনি বলেন, “আমাদের দেশ গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর জায়গা হিসেবে পরিচিত। তারা শান্তি এবং অহিংসার মূর্ত প্রতীক। কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে এই আবেদনের জন্য ক্ষমা চাইছি। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

যদিও রোহিণীর সেই দাবি নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল। তিনি দাবি করেছেন, রোহিণীর প্রথমে বলা উচিত যে কাকে খুন করা উচিত।

যদিও শিবসেনার নেত্রী মনীষা কায়নাড়ে দাবি করেছেন, রোহিণী সম্ভবত কিছু লোকের মধ্যে থাকা কয়েকটি প্রবৃত্তিকে হত্যা করার কথা বলেছেন। সম্প্রতি যা যা ঘটনা ঘটেছে, সেটা থেকেই সম্ভবত এরকম ভাবাবেগ তৈরি হয়েছে।

Parisreports / Parisreports

ট্রাম্প প্রশাসন প্রতিদিন ১ হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে! 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৩

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক

নাইজারে মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪৪

তুরস্কে ব্যাপক ধরপাকড়, ৩৪৩ জনকে আটক 

পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫" অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করলো ইসরায়েল

গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল

রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

ইয়েমেনে বিমান হামলা যুক্তরাষ্ট্রের, ১৬ হুথি সদস্য নিহত

ব্রাজিলে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনাভাইরাস!

৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরায়েল