ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় দুই শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকতে হবে; কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে সীমিত সময়ের ভেতর গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট, ভিকটিম এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে ধর্ষকের সর্বোচ্চ ফাঁসি নিশ্চিত করতে হবে।
এসব দাবির স্মারকলিপি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনূসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাবেন শিক্ষার্থীরা। দাবি না মানা অবধি অবস্থান কর্মসূচি চলবে এবং সারাদেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। বর্তমান প্রশাসনের ব্যর্থতার কারনেই দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও অবস্থান কর্মসূচি থেকে অভিযোগ করা হয়।
যে ৩০ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে- ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ ও আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়াও ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদর্দ কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও হামদর্দ কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।
Parisreports / Parisreports

টানা তাপমাত্রা বাড়ার আভাস

আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

ফের ৪ দিনের রিমান্ডে পলক

আজ লজ্জা থেকে বাঁচলাম, কলঙ্কমুক্ত হলাম: প্রধান উপদেষ্টা

সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত

একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ

যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত

আ. লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের

তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
