ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন

সম্প্রতি, গ্রামীণফোনের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। রাজধানীর জিপি হাউজে স্বাক্ষরিত এ চুক্তির আওতায়, গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহক ও কর্মীসহ নির্দিষ্ট গ্রাহকরা অনারের পণ্য কেনার ক্ষেত্রে অফার ও ছাড়সহ আকর্ষণীয় নানা সুবিধা উপভোগ করবেন।
বাংলাদেশের যেকোনো অনার ব্র্যান্ড শপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় গ্রহণের সুযোগ পাবেন ক্রেতারা। অনারের অনলাইন স্টোর থেকে ট্যাবলেট কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন তারা। একইসাথে, জিপিস্টার গ্রাহকরা ৮০০ টাকা সমমূল্যের ১ বছরের ব্র্যান্ড ওয়্যারেন্টি ও ৬ মাসের ফ্রি সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন।
পাশাপাশি, অনারের ক্রেতাদের মধ্যে যারা জিপিস্টার গ্রাহক, তারা ইন্টারনেট ডেটা (সিগনেচার, প্লাটিনাম, গোল্ড ও সিলভার) কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “ক্রেতাদের চাহিদা পূরণ ও বিশেষ সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন প্রযুক্তি নিশ্চিত করতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই অংশীদারিত্ব।”
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি বলেন, “গ্রাহকদের জীবনের মানোন্নয়ন করতে আমরা সবসময় অর্থবহ অংশীদারিত্ব করার ওপর গুরুত্ব দিয়ে আসছি। অনারের সাথে এই অংশীদারিত্বের মধ্য দিয়ে আমাদের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি আরও জোরদার হবে। পাশাপাশি, আমাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি বিশেষ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান এবং গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি ও পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মার্কেটিং, কমার্শিয়াল- সাব্বির আহমেদ।
Parisreports / Parisreports

ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট

বাংলাদেশে সেলসফোর্স-এর “মিউলসফট কানেক্ট: এআই”

দেশে যাত্রা শুরু করল ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

ওয়ানপ্লাস বাংলাদেশে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন

পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

শেষ হলো প্যারিস ভিভাটেক মহোৎসব

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায়

এআই সক্ষমতার ওপর ভর করে নতুন যুগে টেকনো

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো স্টারলিংক

নতুন প্রজন্মের নতুন পছন্দ: ভিভো ভি৫০ লাইট
