মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১১:৮

অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি। যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যানসহ আরও বহু সমরাস্ত্র। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গেলো চার বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। যা ২য় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুন এবং ৩য় থেকে ৯ম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান।

গেলো ৫ বছরে, বিশ্বের ১শ’ টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এই ৫ বছরে, ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোয় অস্ত্র সরবরাহ ৫২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে। এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১শ’ ৫ শতাংশ।

এসআইপিআরআই গবেষক পিটার ওয়াইজম্যান জানান, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ক্ষেত্রে নির্ভরশীলতা কমিয়েছে। নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতেও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের অস্ত্র সরবরাহের সম্পর্ক অত্যন্ত নিরেট।

গেলো ২০ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিনত হয়েছে ইউরোপ। ২০২০ থেকে ২৪ সালে, ইউরোপে মার্কিন অস্ত্র রফতানির হার বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশ। একই সময়ে মধ্যপ্রাচ্যে যা ছিলো ৩৩ শতাংশ।

উল্লেখ্য, বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাজোয়াযান সহ আরও বহু সমরাস্ত্র।

Parisreports / Parisreports

ট্রাম্প প্রশাসন প্রতিদিন ১ হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে! 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৩

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক

নাইজারে মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪৪

তুরস্কে ব্যাপক ধরপাকড়, ৩৪৩ জনকে আটক 

পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫" অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করলো ইসরায়েল

গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল

রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

ইয়েমেনে বিমান হামলা যুক্তরাষ্ট্রের, ১৬ হুথি সদস্য নিহত

ব্রাজিলে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনাভাইরাস!

৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরায়েল