যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেনে তুমুল লড়াই

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে যখন সৌদি আরবে যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে আলোচনায় বসেছে, তখনো দেশ দুটি একে অপরের ওপর ভয়াবহ হামলা চালাতে ব্যস্ত ছিল। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার (১১ মার্চ) থেকে শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠক। সেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজচুক্তি নিয়ে আলোচনায় বসেন ইউক্রেনের প্রতিনিধিরা।
অথচ বৈঠকের আগের রাতেও (সোমবার) ইউক্রেনের ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দোনেৎস্কেও চলে রাতভর ড্রোন ও বিমানহামলা।
দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, ১১ মার্চ দিনরাত রাশিয়ার সেনারা দোনেৎস্ক ওব্লাস্টে ধারাবাহিক হামলা করে, এতে দুই শিশুসহ কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত এবং পাঁচজন আহত হয়। হামলায় নিহতদের মধ্যে ১১ এবং ১৩ বছর বয়সী দুই ভাইও ছিল। এছাড়াও, ৫১ এবং ৫৭ বছর বয়সী দুই মহিলা গুরুতর আহত হয়ে মারা গেছেন।
রুশ বাহিনী দোনেৎস্ক ওব্লাস্টের একাধিক বসতি এবং শহরে ড্রোন, কামান এবং বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, রিভনে গ্রা,ম মোলোচারস্কা গ্রাম, পোকরোভস্ক এবং রডিনস্কে।
আহত বেসামরিক লোকদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যার মধ্যে একটি ১৪ বছর বয়সী শিশুও রয়েছে। একাধিক ভুক্তভোগীর মাথা এবং ঘাড়ে আঘাত লেগেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ১১ মার্চ রাতে ইউক্রেনীয় বাহিনী মস্কোর তেল শোধনাগার এবং ওরিওল ওব্লাস্টে অবস্থিত দ্রুজবা তেল পাইপলাইনসহ রাশিয়া জুড়ে ৫ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে।
তবে, রাশিয়া জানিয়েছে- মস্কো, ওরিওল এবং আরো আটটি অঞ্চলে ৩৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইউক্রেনের ওই হামলার পরই রুশ বাহিনী কিয়েভসহ বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ হামলা চালাচ্ছে। মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে রাশিয়া। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া।
পাশাপাশি সীমান্তবর্তী কুর্স্কের স্থল হামলা চালাচ্ছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, রুশ বিমানহামলা প্রতিহত করতে কিভের আকাশে নিরন্তর উড়ছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
Parisreports / Parisreports

গাজায় আরও ৬৪ ফিলিস্তিনির মৃত্যু

চীনে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন দম্পতিরা

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ ফিলিস্তিনি নিহত

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার

ফ্রান্স বিএনপি’র কমিটি গঠন

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

ইরান কখনও আত্মসমর্পণ করবে না : খামেনি

যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প

ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস

যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প
