এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ইউনূস ও গুতেরেস

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিনি কক্সবাজারে যাবেন। দুইজনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় তিনি বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।
কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনুস।
প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও আন্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন।
রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আন্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে।
এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর।
জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে আন্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।
Parisreports / Parisreports

টানা তাপমাত্রা বাড়ার আভাস

আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

ফের ৪ দিনের রিমান্ডে পলক

আজ লজ্জা থেকে বাঁচলাম, কলঙ্কমুক্ত হলাম: প্রধান উপদেষ্টা

সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত

একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ

যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত

আ. লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের

তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
