আগের নামে ফিরলো ‘জিয়া উদ্যান’
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যানে’র নাম পরিবর্তন করেছিলো আওয়ামী লীগ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটিকে চন্দ্রিমা উদ্যান হিসেবে নাম দেয়। তবে ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আবারও আগের নামে ফিরলো এই উদ্যান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করে এটি জিয়া উদ্যান হিসেবে নাম পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের নেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ এর পরিবর্তীত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।
গত ১১ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।
প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে যুগ্ম সচিব নায়লা আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘চন্দ্রিমা উদ্যানের নামের বদলে ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এটির নাম চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করার পর বিএনপির আমলে এটি জিয়া উদ্যান নামকরণ করা হয়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটির নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান করে। যদিও সর্বস্তরের মানুষের মুখে এবং মনে এই জায়গাটি জিয়া উদ্যান হিসেবেই পরিচিত। অন্তর্বর্তীকালীন সরকার নাম পুনর্বহাল করার মধ্য দিয়ে মানুষের এই আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়েছে। সরকারকে ধন্যবাদ।’
Parisreports / Parisreports
হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ
সীমান্তে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিন লাখ ৭৬ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট
আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
ঘন কুয়াশা : বিমানবন্দরে দেরিতে নামছে ফ্লাইট, উড্ডয়নেও বিলম্ব
ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার পুলিশের
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ
মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ১৫ লাখ কর্মী নেবে দুই দেশ
ঢাকা-৮ আসনে লড়তে চান শহিদ ওসমান হাদির বোন মাসুমা