বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নোয়াখালীতে পথচারীদের জন্য ইফতার


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ২:৪৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে প্রথম রমজান থেকে পথচারী, শ্রমজীবী, ছিন্নমূল বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। নিজের একক প্রচেষ্টায় ও নিজ অর্থায়নে মানুষের মুখে ইফতার তুলে দিতে পারায় খুশি তিনি।  বিকেল থেকে সেচ্ছাসেবীদের সাজানো ইফতারের প্রতিটি প্লেটের সামনে এসে বসতে শুরু করছেন পথচারি, সিএনজি চালক, রিকশা/ভ্যান চালক, হকার’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। রোজাদারদের বেশির ভাগ মানুষই রমজানের শুরু থেকে প্রতিদিন বিএনপি নেতা রিপনের আয়োজনে বসুরহাট জিরো পয়েন্টে ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতার করতে আসা লোকজন বলছেন দেশের এমন পরিস্থিতিতে আসলে রিপনের এমন আয়োজন প্রশংসনীয়। সারাদিন বিভিন্ন পেশার মানুষ কাজ শেষ করে মাগরিবের আগমুহুর্ত্বে চলে আসেন বসুরহাট জিরো পয়েন্টে। যেখানে বসে সব পেশার লোকজন একসাথে ইফতার করেন। যার ফলে ইফতারের জন্য তাদের অতিরিক্ত কোন খরচ করতে হচ্ছে না। একদিকে যেমন তাদের টাকা সঞ্চয় হচ্ছে তেমনি কর্মস্থলের পাশে বিনামুল্যে ইফতার পেয়ে খুশি তারা।

দরিদ্র রিকশাচালক ইয়াছিন রুবেল জানান, সারাদিন যেখানেই থাকিনা কেনো ইফতারের সময় বিনামূল্যে ইফতার নিতে চলে আসি। বিনামূল্যে ইফতারের কারণে অনেক অসহায় গরীবেরা এবছর শান্তিতে সারাদিন রোজা শেষে ইফতার করেছে।  

ব্যবসায়ী কামরুল হাসান বলেন, রোজার প্রথমদিন থেকেই দেখছি বিএনপি নেতা রিপন বিনামূল্যে রোজাদারদের ইফতার করাচ্ছেন। নিঃসন্দেহে এটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগ পূর্বে কাউকে নিতে দেখিনি আমরা।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর রহমান রিপন বলেন, আওয়ামী শাসনামলে গত ১৬/১৭ বছর রমজানে বিএনপির কেউ জনসাধারণের জন্য ইফতারের আয়োজন করতে চাইলেও সেটি বসুরহাটে করা সম্ভব হয়নি। গত ৫আগস্টে হাসিনার পতনের পর এটি প্রথম রমজান। অসহায় মানুষের কথা মাথায় রেখে নিজের ব্যক্তিগত খরচে তিনি ইফতারের আয়োজন করেছি। আগামীতে আরও বড় পরিসরে ইফতারের আয়োজন করা হবে বলে।    

Parisreports / Parisreports

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

অভিযান চলাকালে এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা

আশ্বিনের শেষে ঘন কুয়াশায় মোড়ানো পঞ্চগড়

স্বামীর বিষপানের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা

তালাবদ্ধ দোকানঘরে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নেত্রকোণায় স্পিডবোট উল্টে ৪ বরযাত্রী নিখোঁজ

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২