সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্যারিস ম্যারাথন ২০২৫”


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ৩:৪৪

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাসম্পন্ন দৌড় প্রতিযোগিতা “প্যারিস ম্যারাথন ২০২৫” আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই ঐতিহ্যবাহী ম্যারাথন প্রথম শুরু হয়েছিল ১৯৭৬ সালে। সেখান থেকে শুরু করে আজ এটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ম্যারাথন প্রতিযোগিতায়, যেখানে পেশাদার ও অপেশাদার—সব ধরনের দৌড়বিদরা অংশ নেন একসাথে।

এই বার্ষিক ইভেন্টটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্বব্যাপী স্বাস্থ্য, সংহতি ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। ৪৮ তম এবারের ম্যারাথনে অংশ নিচ্ছেন প্রায় ৬৫ হাজার প্রতিযোগী, যারা বিশ্বের ১৪০টি দেশ থেকে এসেছেন। ম্যারাথনের রুট শুরু হবে সকাল ৮:০০ টায় আইকনিক শ্যাম্প এলিজে থেকে, তারপর লুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার, নটের ডম ক্যাথিড্রাল, বাসতিল, বোয়া দ্য ভিনসেন এবং সেন নদীর পাশ দিয়ে ছুটে ৪২.১৯৫ কিলোমিটার পথ পারি দিয়ে শেষ হবে অ্যাভিনিউ ফোশ-এ।

এবারের ম্যারাথন শুধু প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ ও বিশ্বশান্তির বার্তা বহন করবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “Run for Peace & Planet” হবে এবারের থিম।

ম্যারাথন উপলক্ষ্যে প্যারিস শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি ৩,০০০ স্বেচ্ছাসেবক থাকবে মাঠে। প্রতিযোগীদের সুরক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং পানীয় সরবরাহ নিশ্চিত করতে করা হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা।

স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে জানা যাচ্ছে এবারের ম্যারাথনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান দৌড়বিদ, যেমন কেনিয়ার এলিউড কিপচোগে, ইথিওপিয়ার লেতেসেনবেত গিদে, এবং ফ্রান্সের তারকা আলেক্সান্ড্রা ফ্রেমোঁ।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল প্যারিস শহর পরিণত হবে বিশ্ব মানবতা, সৌহার্দ্য ও সহনশীলতার এক দৌড়ের মঞ্চে। প্যারিস ম্যারাথন ২০২৫ শুধুমাত্র শরীরের শক্তি পরীক্ষার ক্ষেত্র নয়, বরং এটি হয়ে উঠছে আত্মার শক্তি, মানবিক চেতনা ও পৃথিবীর প্রতি ভালোবাসা প্রকাশের এক বৃহৎ মঞ্চ।

Parisreports / Parisreports