মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফ্রান্সের ২৭ জন বামপন্থী আইনপ্রণেতার ইসরায়েল ভিসা বাতিল


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ২২-৪-২০২৫ রাত ৮:৫৬

ইসরায়েল সফরের আগে ফ্রান্সের ২৭ জন বামপন্থী আইনপ্রণেতার ভিসা বাতিল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সফরটি ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্ল্যান  ছিল, কিন্তু ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্তে ফরাসি রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হল। 

ইসরায়েলি বিদেশনীতির এক মুখপাত্র জানিয়েছেন, এই আইনপ্রণেতাদের মধ্যে অনেকেই ইসরায়েল-বিরোধী অবস্থান এবং বয়কট আন্দোলনের (BDS) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভিসা পেতে বাধার সম্মুখীন হয়েছেন। ইসরায়েলের মতে, এই দলটি ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে এবং তাদের ভ্রমণকে "রাজনৈতিক প্রোপাগান্ডা" হিসেবে ব্যবহার করা হতে পারে।  

ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যের পর সৃষ্ঠ কূটনৈতিক উত্তেজনার মধ্যে এটি ঘটল।

ফরাসি আইনপ্রণেতাদের ভিসা বাতিল করল ইসরাইল | আন্তর্জাতিক | বাংলাদেশ সংবাদ  সংস্থা (বাসস)

ফ্রান্সের বামপন্থী দলগুলোর নেতারা এই সিদ্ধান্তকে "অগণতান্ত্রিক" ও "ভ্রমণের স্বাধীনতায় হস্তক্ষেপ" বলে নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেন, ইসরায়েলি দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কথা বিশ্ববাসীকে জানাতেই তাদের এই সফর ছিল। ম্যাখোঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে তারা জানান, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে তাদের উদ্বেগ জানিয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন ইকোলজিস্ট পার্টির জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ার এবং জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ানা মার্গেট। অন্য সদস্যরা হলেন শহরের বামপন্থী মেয়র এবং স্থানীয় আইন প্রণেতারা।

মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। অন্যদিকে, ইসরায়েলের সমর্থকরা দাবি করেন, দেশটির সার্বভৌমত্ব রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজন ছিল।  

ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে এবং ফ্রান্স-ইসরায়েল সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মতবিরোধ ও কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: এএফপি, ফ্রান্স ২৪

Parisreports / Parisreports

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০

কানাডার ওপর বিরক্ত ট্রাম্প

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল না কেনার সিদ্ধান্ত চীনের

পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাঁধ দিচ্ছে আফগানিস্তান

সমঝোতার পথে ট্রাম্প-মোদি

এ বছর ২০০ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া

ইথিওপিয়ায় লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

অনুমতি ছাড়া অনলাইনে নারীর ছবি পোস্ট 

মরক্কো থেকে সাঁতার কেটে স্পেনে গেলেন মা ও ১০ বছরের সন্তান