রবি গ্রাহকদের সাইবার সুরক্ষায় এল ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা

দেশের বাজারে সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কি নিয়ে এল তাঁদের প্রিমিয়াম সেবা। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা। এই উদ্যোগের কল্যাণে এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা বিশ্বমানের সাইবার সুরক্ষা সেবা উপভোগ করতে পারবেন তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই।
মঙ্গলবার রাজধানীর রেনেসেন্স ঢাকা গুলশান হোটেলের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বৈশ্বিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র প্রিমিয়াম সেবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি ও অংশীদার সংগঠনগুলোর উচ্চপদস্থ ব্যক্তিরা। আয়োজকদের তরফ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ধরনের সুরক্ষামূলক উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা বিশেষত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বর্তমানে যারা অনলাইন শিক্ষাদান, কনটেন্ট ক্রিয়েশন, গেমিং ও বিভিন্ন অনলাইন উদ্যোগের সঙ্গে যুক্ত, তাদের জন্য একটি নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। অভিভাবকেরাও এই সেবার মাধ্যমে তাদের সন্তানদের অনলাইন কর্মকাণ্ডের ওপর অধিক নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং সন্তানদের জন্য এক নিরাপদ সাইবার স্পেস তৈরির বিষয়ে আশ্বস্ত হতে পারবেন।
রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ‘এটি শুধুমাত্র একটি পণ্যের উদ্বোধন নয় — এটি আমাদের ব্যবহারকারীদের নিরাপদভাবে ডিজিটাল বিশ্ব আবিষ্কারে সহায়তা করার একটি পদক্ষেপ। রবি সবসময় নিরাপদ ও স্মার্ট কানেক্টিভিটির অগ্রদূত হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্যাসপারস্কি হেড অব কনজিউমার চ্যানেল, এপিজে, চুন হং চী বলেন, ‘আমাদের এই যুগলবন্দি ইন্টারনেট ব্যবহারকারীরা যেখানেই থাকুন না কেন, তাদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিবেশের জন্য শক্তিশালী সুরক্ষা অপরিহার্য এবং ক্যাসপারস্কি, রবি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের সহায়তায় তা নিশ্চিত করতে আমরা গর্বিত।’
আইসিটি ডিস্ট্রিবিউশনের গ্রুপ সিইও ও চেয়ারম্যান আলি ওবায়েদ বলেন, ‘ক্যাসপারস্কির মতো একটি বৈশ্বিক সাইবার সিকিউরিটি ব্র্যান্ডকে স্থানীয়ভাবে রূপান্তর করা এবং রবি ও এয়ারটেল নেটওয়ার্কে এর নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই যুগলবন্দি দক্ষিণ এশিয়ার মোবাইল সিকিউরিটির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।’
অনুষ্ঠানে ক্যাসপারস্কি, রবি আজিয়াটা পিএলসি, আইসিটি ডিস্ট্রিবিউশন এবং বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে সচেতনতা তৈরি ও প্রযুক্তিগত অগ্রগতির দিকে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য ওয়েব এবং মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে সাবস্ক্রিপশন ও অ্যাক্টিভেশনের সহজ প্রক্রিয়ায় পাওয়া যাচ্ছে।
Parisreports / Parisreports

নতুন প্রজন্মের নতুন পছন্দ: ভিভো ভি৫০ লাইট

দেশজুড়ে ব্যাপক সাড়া পেল স্যামসাং গ্যালাক্সি এ০৬

রবি গ্রাহকদের সাইবার সুরক্ষায় এল ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্ট

ক্যামন ৪০ ও ৪০ প্রো বাংলাদেশের বাজারে ১০ এপ্রিল থেকে প্রি-অর্ডার

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

ভিন্নরকম ফিচারের ব্র্যান্ড রেসি, কী পণ্য নিয়ে এলো দেশে

যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে

ইউমিডিজি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’উন্মোচন

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি
