শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১১:২

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে রেহাই দিতে ও যাতায়াতের সুবিধায় মে থেকে ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। ৪টি গাড়ি চলছে বিভিন্ন রুটে। সর্বনিম্ম ভাড়া ১০টাকা, সর্বোচ্চ ২০ টাকায় ক্যাম্পাসে যাতায়াত করতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী বলেন, বৈদ্যুতিক শাটল গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাইরের কেউ এই গাড়ি ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীদের মতে, এই গাড়িটি যাতায়াতের ক্ষেত্রে বেশ আরামদায়ক। একইসাথে, ক্যাম্পাসে এই গাড়িতে যাতায়াত করে নিরাপদ অনুভব করছেন তারা।

প্রতি গাড়িতে বসতে পারছেন ১২ থেকে ১৪ জন। চালক ও যার্ত্রীদের সহযোগিতায় গাড়িতেই আছেন একজন করে স্বেচছাসেবক, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। ৩ ঘণ্টার শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বপ্রণোদিত এই উদ্যোগ নিয়েছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। চাহিদা থাকলে আরও বেশি সংখ্যায় ইলেক্ট্রিক ভ্যাহিকেল চালুর বিষয়টি বিবেচনায় নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, স্বপ্রণোদিত দিয়ে সংগঠনটি নিজস্ব উদ্যোগে কাজটি করে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ফর্মালি এটিকে লঞ্চ করা হয়নি। শিক্ষার্থীরা শাটল গাড়ির জন্য দাবি করছিল, সেটি দেয়া হয়েছে। এখন যদি শিক্ষার্থীরা শাটল গাড়ি পরিমাণ বাড়ানো নিয়ে আরও দাবি করে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটো নিয়ে বসবে। আলোচনা করে শিক্ষার্থীদের জন্য যেটি ভালো হয়, সেটাই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

গ্রিন ফিউচার ফাউন্ডেশনের গণ সংযোগ কর্মকর্তা সাইফ জাওয়াদ সামি বলেন, আমরা যখন গাড়ি পরিচালনা করেছি, তখন শিক্ষার্থীদের আরও দাবি ছিল যাতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হয়। সুতরাং বৈদ্যুতিক গাড়ির বিষয়ে শিক্ষার্থীরা ইতিবাচক সাড়াই দিচ্ছেন।

Parisreports / Parisreports

ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বহাল আগামী শিক্ষাবর্ষেও

ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা

আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

রাকসু নির্বাচনের ফল কখন, জানাল কমিশন

চাকসুর ফল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি ছাত্রদল-শিবির

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন 

চাকসু নির্বাচনের প্রচারণা শেষ, অপেক্ষা ভোটের

দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ