যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২২০০ অভিবাসী গ্রেফতার
একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। গত মঙ্গলবার (৩ জুন) একদিনে ২২০০’রও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে আইসিই’র এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত গ্রেফতার বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এনবিসি নিউজকে আইসিই সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিবাসীদের অনেকেই আইসিইর ‘আটকের বিকল্প’ (এটিডি) প্রোগ্রামের আওতায় ছিলেন। এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না, তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় অ্যাঙ্কল মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিওলোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করার মাধ্যমে।
কিছু গ্রেফতারের ক্ষেত্রে আইসিই নতুন কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন মুলুকের অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, এটিডি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য হাজির হতে বলে আইসিই। কিন্তু সাক্ষাৎ করতে গেলে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হোয়াইট হাউসের নীতিনির্ধারণী উপ-প্রধান স্টিফেন মিলারের চাপের পরপরই এই গণগ্রেফতার শুরু হয়েছে। তিনি গত মাসে আইসিই নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, সংস্থাটি প্রতিদিন ৩০০০ গ্রেফতার না করলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করা হবে— দুজন অংশগ্রহণকারী সূত্র এনবিসি নিউজকে এমনটা জানিয়েছেন।
Parisreports / Parisreports
পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০