১২ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
এবার ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ইস্যুতে এসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। বৃহস্পতিবার (৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।
গতকাল বুধবার নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসাথে এটি আগামী সোমবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার। মধ্যেপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে লিবিয়া, ইরান এবং ইয়েমেন। আর আফ্রিকার মধ্যে রয়েছে চাদ, নিরক্ষীয় গিনি, কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, সোমালিয়া এবং সুদান।
তবে এর পাশাপাশি আরও ৭ দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশনা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ দেশগুলো হলো, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
ট্রাম্প বলেন, ইউরোপে যা ঘটেছে আমরা তা আমেরিকার সাথে ঘটতে দেব না। আমরা এমন কোনও দেশ থেকে উন্মুক্ত অভিবাসনে আগ্রহী না, যেখানে নির্ভরযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুকদের যাচাইবাছাই করা সম্ভব হয় না। এ সময়, যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তিনি।
এর আগে, ২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্প সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। দেশগুলোর মধ্যে ছিল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।
এর ফলে দেশগুলোর নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে পারতো না। আর যদি কোনোভাবে উঠেও যেত, তাহলে দেশটিতে অবতরণের পর বিমানবন্দরেই আটক করা হত তাদের।
Parisreports / Parisreports
যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
গ্রিসের উপকূলে নৌকা ডুবে প্রাণ হারালেন ১৪ মিসরীয়
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ
সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়
মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিনগান : ট্রাম্প
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ