মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আতঙ্কে ইসরায়েলিরা, জরুরি অবস্থা জারি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২৫ দুপুর ২:২৯

ইরানের পাল্টা হামলার শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বেশ কিছু স্থানে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। হঠাৎ করেই মুঠোফোনে সতর্কবাতা পেয়ে প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। অনেকেই মজুত করছেন প্রয়োজনীয় দ্রব্যাদি। সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীরা।

ইসরায়েলের বিভিন্ন শহরের চিত্র প্রায় একইরকম। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক অভিযানের পর চরম আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে সময় কাটছে ইসরায়েলিদের। যে যেভাবে পারছেন, নিচ্ছেন সতর্ক অবস্থান। থমথমে পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে। আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই মজুত করছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এক ইসরায়েলি জানান, আমরা খুবই ভয়ে আছি। হঠাৎ ফোনে অ্যালার্ম ও সতর্কবার্তা পেয়ে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেখানে বলা হয়- ইরান হামলা চালাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত সঙ্কটপূর্ণ। প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে পানি আর খাবার কিনে মজুত করতে চাই, যাতে আগামীকাল বাইরে যাওয়া না গেলে ঘরেই টিকে থাকতে পারি।

আরেকজন বলেন, সাইরেনের শব্দে ঘুম ভেঙে যায়। এরপর আর ঘুমাতে পারিনি। খারাপ কিছু হতে পারে, সেই ভয়ে পরিবারের জন্য পানি আর খাবার কিনতে এসেছি। আমরা শান্তি চাই।

হাসপাতালগুলোতে ইরানি হামলার আশঙ্কায় মাটির নিচে সরিয়ে নেয়া হচ্ছে চিকিৎসা সুবিধা। এরইমধ্যে উত্তর ইসরায়েলের এক হাসপাতালে আন্ডারগ্রাউন্ড পার্কিংকে রূপান্তর করা হচ্ছে চিকিৎসাকেন্দ্রে। সেখানে দ্রুত স্থাপন করা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। তেলআবিবের ইচিলভ মেডিকেল সেন্টারও মাটির নিচে স্থাপন করা হয়েছে শতাধিক শয্যা।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের সব নাগরিককে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা। সবাইকে ঘরে থাকা সুরক্ষিত কক্ষ খালি ও প্রস্তুত রাখতে বলা হচ্ছে। সেখানে যেন পর্যাপ্ত পানি ও খাবার মজুত থাকে, কারণ দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হতে পারে।

এমন অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল। অনেক স্থানেই নিষিদ্ধ হয়েছে জনসমাগম।

Parisreports / Parisreports

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০

কানাডার ওপর বিরক্ত ট্রাম্প