প্যারিসে শুরু হলো আকাশ প্রযুক্তির এয়ার শো
গ্লোবাল অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ প্রদর্শনী ৫৫তম আন্তর্জাতিক প্যারিস এয়ার শো ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্রান্সের লে বুঞ্জে (Le Bourget) বিমানবন্দরে। ১৯০৯ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী শো বিশ্বজুড়ে বিমান শিল্পের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উদ্বোধনী দিনে অংশ নেয় প্রায় ৫০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি, প্রতিরক্ষা মন্ত্রী, প্রযুক্তিবিদ ও কর্পোরেট নেতৃবৃন্দ। এ বছরের শোতে ২,৪০০-এর বেশি প্রদর্শক অংশ নিচ্ছে, যাদের মধ্যে রয়েছে বোয়িং, এয়ারবাস, ডাসো, লকহিড মার্টিন, রোলস-রয়েস, কম্যাক, HAL, EMBRAIR, GE Aerospace এবং অন্যান্য প্রযুক্তি জায়ান্ট।
প্রদর্শনীর এবারের উল্লেখযোগ্য দিক হচ্ছে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি। এয়ারবাস ও বোয়িং তাদের হাইব্রিড-ইলেকট্রিক এবং হাইড্রোজেন-চালিত বিমানের কনসেপ্ট মডেল উপস্থাপন করে। এমনকি পুরোপুরি ব্যাটারি চালিত ছোট যাত্রীবাহী বিমানও নজর কেড়েছে।
বেসামরিক বিমান ও প্রযুক্তির পাশাপাশি সামরিক ও ড্রোন প্রযুক্তি এবারের শোতে ফাইটার জেট, যুদ্ধ ড্রোন এবং রাডার সিস্টেমের আধুনিকীকরণ প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন,জার্মানি ও যুক্তরায্য। রাফায়েল এনজি, এফ-৩৫, এবং নতুন প্রজন্মের ড্রোনগুলো আগত দর্শনার্থীদের কাছে ছিল অন্যতম আকর্ষণ।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA), স্পেসএক্স ও ব্লু অরিজিন-এর পক্ষ থেকে উপস্থাপিত হয় নতুন উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তি ও চাঁদ ও মঙ্গল অভিযানের অগ্রগতি।
বিশ্বের ১০০০+ নতুন উদ্ভাবক ও স্টার্টআপ এবার অংশ নিচ্ছে, যারা ড্রোন প্রযুক্তি, AI-চালিত ন্যাভিগেশন, স্মার্ট এভিয়েশন সিস্টেম, এবং অ্যারোস্পেস সেফটির নতুন সমাধান নিয়ে এসেছে।
বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশ থেকে একটি উদীয়মান অ্যারোস্পেস প্রযুক্তি কোম্পানি অংশ নিচ্ছে যেটি নিজস্বভাবে তৈরি করেছে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত ড্রোন প্রযুক্তি। এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এবারের প্রদর্শনীতে প্রথম ৩ দিন শুধুমাত্র ব্যবসায়িক অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকলেও, ২১ জুন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এয়ার শো উন্মুক্ত করা হবে। আয়োজকরা আশা করছেন, এবারের শোতে প্রায় ৩ লক্ষ দর্শনার্থী ও ১৫০ বিলিয়ন ইউরো পর্যন্ত চুক্তি স্বাক্ষর হতে পারে।
প্যারিস এয়ার শো ২০২৫ শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং এটি ভবিষ্যতের উড়োজাহাজ, মহাকাশ ও নিরাপত্তা প্রযুক্তির রূপরেখা নির্মাণের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে চলমান জলবায়ু সংকট, নিরাপত্তা চ্যালেঞ্জ ও প্রযুক্তির রূপান্তরের প্রেক্ষাপটে এই শো হয়ে উঠেছে সময়োপযোগী ও প্রয়োজনীয়।
Parisreports / Parisreports
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০
কানাডার ওপর বিরক্ত ট্রাম্প
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক
নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল না কেনার সিদ্ধান্ত চীনের
পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাঁধ দিচ্ছে আফগানিস্তান
সমঝোতার পথে ট্রাম্প-মোদি
এ বছর ২০০ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া
ইথিওপিয়ায় লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অনুমতি ছাড়া অনলাইনে নারীর ছবি পোস্ট