‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য ইসরায়েলিদের প্রস্তুত থাকতে হবে

ইরানের বিরুদ্ধে ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য ইসরায়েলিদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) একটি ভিডিও বার্তায় আইডিএফ প্রধান ইসরায়েলি নাগরিকদের এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
জামির বলেছেন, ‘ইরান বছরের পর বছর ধরে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করে আসছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এই পরিকল্পনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর ফিরে আসা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমরা অভিযান শুরু করেছিলাম তখন ইরানের কাছে প্রায় ২ হাজার ৫০০ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল। তবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার এতটাই বেশি যে, আগামী দুই বছরের মধ্যে তাদের কাছে প্রায় ৮ হাজার ক্ষেপণাস্ত্র থাকবে বলে আশা করা হয়েছিল।’
আইডিএফ প্রধান দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচেষ্টা, পারমাণবিক কর্মসূচির অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সিদের সাম্প্রতিক কর্মকাণ্ডই তাদের ওপর আক্রমণ করতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘যদি আমরা দেরি করতাম, তাহলে আমাদের ভবিষ্যত স্পষ্ট ঝুঁকিতে পড়তো। আমরা বুঝতে পেরেছিলাম, ইসরায়েল রাষ্ট্রে ইহুদি জনগণের অস্তিত্ব রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’
জামির আরও বলেন, ‘ক্রমাগত হুমকির মধ্যে আইডিএফ চুপ করে বসে থাকবে না। আমরা অস্তিত্বগত হুমকি প্রতিরোধ করতে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সক্রিয়ভাবে এবং আগে থেকেই আঘাত করব। আইডিএফ বছরের পর বছর ধরে এই অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
Parisreports / Parisreports

জেরুজালেমে বাস স্টপে বন্দুক হামলা : নিহত ৬

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ২০

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

মালয়েশিয়ায় রাতের আঁধারে ৪০০ বাংলাদেশি আটক

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

সুদানে ভয়াবহ ভূমিধস, ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি পর্যটক

সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদিc

ইয়েমেনে ইসরায়েলের হামলা

গাজায় মোট প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০
