পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে। পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেওয়ার সময় মাইক্রোসফট বিশ্বব্যাপী ক্লাউড-ভিত্তিক, অংশীদার-নেতৃত্বাধীন মডেলে তাদের কার্যক্রম স্থানান্তরের কথা উল্লেখ করেছে।
২০২৩ সালের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার ১০০ জন (তাদের কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ) কর্মী ছাঁটাই করার পর এবার পাকিস্তানে এই পদক্ষেপ নেওয়া হলো।
মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সরকার এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে একটি কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) চালিত পরিকল্পনার মাধ্যমে প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি লিঙ্কডইনে পোস্ট করেছেন, মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী টেক জায়ান্টরাও পাকিস্তানে ব্যবসার পরিবেশকে অস্থিতিশীল বলে মনে করছেন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, এক্সে একটি পোস্টে মাইক্রোসফটের কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ‘এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’
তিনি দাবি করেন, মাইক্রোসফট এক সময় পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করেছিল, কিন্তু দেশে অস্থিরতার কারণে কোম্পানিটি ২০২২ সালের শেষের দিকে ভিয়েতনামকে বেছে নেয়।
Parisreports / Parisreports
দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন
আইফোন ১৭-তে কী আছে?
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাংলাদেশে সেলসফোর্স-এর “মিউলসফট কানেক্ট: এআই”
দেশে যাত্রা শুরু করল ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
ওয়ানপ্লাস বাংলাদেশে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
শেষ হলো প্যারিস ভিভাটেক মহোৎসব
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো
টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায়