মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি হয়ে ইরানের সেনাবাহিনী গতিপথ বদলাতে বাধ্য করে বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এক মাস আগে ইরানের পারমাণবিক তিন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার উপসাগরে ওই ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলেছে, স্থানীয় সকাল ১০টার দিকে মার্কিন রণতরী ইউএসএস ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে।
এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে ওই রণতরীকে সতর্ক করে দেওয়া হয়। তখন মার্কিন ওই রণতরী থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়। ইরানি সংবাদমাধ্যম বলছে, মার্কিন রণতরী থেকে হুমকি দেওয়া সত্ত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্কবার্তা দেন।
এরপর যুক্তরাষ্ট্রের ওই রণতরীকে উপসাগরের দক্ষিণ দিকে পথ পরিবর্তনের আহ্বান জানায় ইরানের সামরিক বাহিনী। এক পর্যায়ে পথ পরিবর্তনে বাধ্য হয় মার্কিন ওই রণতরী। তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির ব্ষিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ইরানি সামরিক বাহিনীর সংঘাতের ইতিহাস রয়েছে।
এর আগে, ২০২৩ সালে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিনকে পানির ওপরে উঠে আসতে বাধ্য করার দাবি করেছিল তেহরান। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের এই দাবি প্রত্যাখ্যান করা হয়।
Parisreports / Parisreports

ইয়েমেনে ইসরায়েলের হামলা

গাজায় মোট প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

ইরান কখনও যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

গাজায় নিহত আরও ৫১

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬২ হাজার ছুঁই ছুঁই

দাবানলে জ্বলছে দক্ষিণ ইউরোপ: হাজারো মানুষ ঘরছাড়া

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
