রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সুদানে আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৭:৫৪

গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশ সুদানে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বিমানটির পাইলটসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই কলম্বিয়ান নাগরিক ও ভাড়াটে সৈন্য হিসেবে সুদানে এসেছিলেন। 

নাম প্রকাশ না করার শর্তে একটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (০৬ আগস্ট) রাতে রাজধানী দারফুরে দেশটির বিদ্রোহী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। হামলায় আমিরাতের বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সম্প্রতি সুদানের সেনাবাহিনী বিমানবন্দরটিতে বেশকয়েকবার বিমান হামলা চালিয়েছে, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশ আরএসএফের পক্ষ নিয়েছে।

সেনাবাহিনী-সমর্থিত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পারস্য উপসাগরে আমিরাতের একটি নৌঘাঁটি থেকে রওনা হয়েছিল ওই সামরিক কার্গো বিমানটি। এতে আরএসএফের জন্য ভাড়াটে সৈন্য ও বেশ কিছু সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছিল।

আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নিয়ালা বিমানবন্দরের মাধ্যমে আরএসএফকে ড্রোনসহ উন্নত অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। তবে আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তার সরকার এই হামলায় কতজন কলম্বিয়ান মারা গেছে তা জানার চেষ্টা করছে। এক এক্স বার্তায় পেট্রো জানিয়েছেন, নিহত সেনাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি।

Parisreports / Parisreports