সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ রাত ১১:৩৬

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে একদল লোক। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব ও যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, হামলাকারীরা কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এতে লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে অনুরোধ করে। এরপর জাপা নেতাকর্মীরা চলে গেলে ২০–৩০ জনের একটি দল পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, জাপার দপ্তর থেকে জানানো হয়, বিকেল ৪টার পর আরেকটি গ্রুপ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে কয়েক দফা হামলার চেষ্টা চালায়। তবে সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে। বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Parisreports / Parisreports

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নতুন বাংলাদেশে যা যা করতে চায় এনসিপি

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান 

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!