শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জেরুজালেমে বাস স্টপে বন্দুক হামলা : নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৯:৯

ইসরায়েলের প্রশাসনিক রাজধানী জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন।

আজ সোমবার সকালে জেরুজালেমের উত্তরাংশে রামোত জংশন এলাকায় ঘটেছে এ ঘটনা। এই এলাকার সঙ্গে ফিলিস্তিনের প্রস্তাবিত রাজধানী পূর্ব জেরুজালেমের সড়ক-সংযোগ আছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সকালে একটি বাস স্টপেজে এসে থামা মাত্র গুলিবর্ষণ শুরু হয়। এ সময় বাসটিতে এবং স্টপেজে থাকা সব যাত্রী সেখান থেকে পালানোর জন্য ছোটা শুরু করেন।

এস্তার লুগাইসি নামের এক আহত যাত্রী হাসপাতাল থেকে ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম ইসরায়েলি টিভিকে বলেছেন, “অন্যান্য দিনের মতো আজও সকাল বেলায় আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমার আশেপাশে কয়েকজন যাত্রীও ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনলাম এবং প্রায় সাথে সাথেই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় মারা গেছি।”

জেরুজালেম পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ ব্যক্তি, একজন চল্লিশোর্ধ নারী আছেন। বাকি চার জনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আহত ১২ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনাস্থলে একজন সশস্ত্র সেনা এবং একজন বেসামরিক ছিলেন। তাদের গুলিতে হামলাকারী দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র, গেলাবারুদ এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সামাজিক যোগাযোগমাধ্যম এই হামলার উচ্ছ্বসিত প্রশংসা করেছে, কিন্তু দায় স্বীকার করেনি।

এদিকে হামলার দু’ঘণ্টা পর ঘটনাস্থলে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি হামলাকারীদের হত্যাকারী সেই সেনা সদস্যের প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, “গাজা এবং পশ্চিম তীর— উভয় এলাকায় সমানতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বস্তুত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথম ইসরায়েলের ভূখণ্ডে ভেতর হামলার ঘটনা ঘটল।

Parisreports / Parisreports

যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

গ্রিসের উপকূলে নৌকা ডুবে প্রাণ হারালেন ১৪ মিসরীয়

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ

সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়

মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিনগান : ট্রাম্প

স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত