জেরুজালেমে বাস স্টপে বন্দুক হামলা : নিহত ৬
ইসরায়েলের প্রশাসনিক রাজধানী জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন।
আজ সোমবার সকালে জেরুজালেমের উত্তরাংশে রামোত জংশন এলাকায় ঘটেছে এ ঘটনা। এই এলাকার সঙ্গে ফিলিস্তিনের প্রস্তাবিত রাজধানী পূর্ব জেরুজালেমের সড়ক-সংযোগ আছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সকালে একটি বাস স্টপেজে এসে থামা মাত্র গুলিবর্ষণ শুরু হয়। এ সময় বাসটিতে এবং স্টপেজে থাকা সব যাত্রী সেখান থেকে পালানোর জন্য ছোটা শুরু করেন।
এস্তার লুগাইসি নামের এক আহত যাত্রী হাসপাতাল থেকে ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম ইসরায়েলি টিভিকে বলেছেন, “অন্যান্য দিনের মতো আজও সকাল বেলায় আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমার আশেপাশে কয়েকজন যাত্রীও ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনলাম এবং প্রায় সাথে সাথেই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় মারা গেছি।”
জেরুজালেম পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ ব্যক্তি, একজন চল্লিশোর্ধ নারী আছেন। বাকি চার জনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আহত ১২ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনাস্থলে একজন সশস্ত্র সেনা এবং একজন বেসামরিক ছিলেন। তাদের গুলিতে হামলাকারী দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র, গেলাবারুদ এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সামাজিক যোগাযোগমাধ্যম এই হামলার উচ্ছ্বসিত প্রশংসা করেছে, কিন্তু দায় স্বীকার করেনি।
এদিকে হামলার দু’ঘণ্টা পর ঘটনাস্থলে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি হামলাকারীদের হত্যাকারী সেই সেনা সদস্যের প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, “গাজা এবং পশ্চিম তীর— উভয় এলাকায় সমানতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বস্তুত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথম ইসরায়েলের ভূখণ্ডে ভেতর হামলার ঘটনা ঘটল।
Parisreports / Parisreports
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০
কানাডার ওপর বিরক্ত ট্রাম্প