শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই ‘ভয়ঙ্কর মৃত্যুদণ্ড’


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৫ রাত ১০:৫৮

বিদেশি সিনেমা কিংবা ওয়েবসিরিজ দেখলেই মৃত্যুদণ্ড— এমন কড়াকড়ি নিয়ম উত্তর কোরিয়ায় বহুদিন ধরেই! বর্তমানে দেশটিতে আগের চেয়ে মৃত্যুদণ্ডের হার অত্যাধিক বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি। সম্প্রতি এমনটাই উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে।

বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন এই একনায়কতান্ত্রিক রাষ্ট্র জনগণকে দিনে দিনে জোরপূর্বক শাস্তি ও কড়াকড়ি আরোপ করে যাচ্ছিল— অভিযোগ এমনটাই। এরই মধ্যে উঠে এলো বিদেশি সিনেমা-ড্রামা প্রচারের বিষয়টি; যার সঙ্গে অভিযুক্ত থাকলেই সেদেশের নাগরিকদের দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ক এক সতর্কবার্তায় বলেছেন, উত্তর কোরিয়ায় এভাবে চলতে থাকলে সেখানকার মানুষদের পরিণতি আরও খারাপের দিকে যাবে; দীর্ঘদিন ধরে যে নিপীড়ন সহ্য করে আসছিল, তার বাড়তেই থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গত ১০ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৩০০-রও বেশি মানুষের বিবৃতির ভিত্তিতে। ২০১৯ সালের পর পালিয়ে আসা লোকেরা জানান, ২০২০ সাল থেকে বিদেশি কনটেন্ট বিতরণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা বেড়ে গেছে। তারা বলেন, এসব মৃত্যুদণ্ড জনসমক্ষে গুলি করে কার্যকর করা হয়, যাতে জনগণের মধ্যে ভয় সৃষ্টি হয় এবং কেউ আইন ভঙ্গ না করে।

প্রতিবেদনে এও বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে অন্তত ছয়টি নতুন আইন চালু হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো— বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজের মতো কনটেন্ট দেখা বা শেয়ার করা। এর কারণ, কিম জং উনের লক্ষ্য, জনগণের তথ্যপ্রাপ্তির পথ যতটা সম্ভব, তা কঠোরভাবে সীমিত করে দেওয়া।

Parisreports / Parisreports

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই ‘ভয়ঙ্কর মৃত্যুদণ্ড’

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত টেইলর রবিনসনকে গ্রেফতার

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

জেরুজালেমে বাস স্টপে বন্দুক হামলা : নিহত ৬

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ২০

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

মালয়েশিয়ায় রাতের আঁধারে ৪০০ বাংলাদেশি আটক

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া