কিছুটা কমেছে সবজির দাম
বিগত কয়েক মাসের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকা সবজিগুলো এখন ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি অল্প অল্প করে বাজারে আসতে শুরু করেছে। এরপর শীত আসবে, তখন বেশি বেশি নতুন সবজি উঠবে এবং দাম আরও কমে আসবে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা।
এছাড়া, পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা (হালি), লাউ ৫০ টাকা (পিস), ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে। তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে এবং প্রচুর সরবরাহ আছে। ফলে আগের তুলনায় দাম কমে এসেছে। সামনে শীত আসছে, নতুন আরও সবজি বাজারে উঠবে। ফলে সামনে সবজির দাম আরো কমে যাবে।
Parisreports / Parisreports
২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
কিছুটা কমেছে সবজির দাম
বিশ্ববাজারে সোনার দামে দরপতন
সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার
বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল
ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেবে আইজাকায়া
ভোমরা বন্দরে ৩ দিনে দুই হাজার টন পেঁয়াজ আমদানি
বন্যায় তছনছ বেইজিং : মৃত ৩৮
একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম
৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান
১২ দিনে এলো এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স
আরেক দফা কমল স্বর্ণের দাম