রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রুশ পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড (ইউকম) জানিয়েছে, ‘মারিনেরা’ নামের জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জব্দ করা হয়েছে। এই জাহাজটি আগে ‘এম/ভি বেলা-১’ নামেও পরিচিত ছিল। খবর আনাদোলু
(ইউকম) জানায়, জাহাজটি জব্দের সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে তারা।
পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা এক তেলবাহী জাহাজ জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড (ইউকম) জানিয়েছে, ‘বেলা ১’ নামে একটি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জব্দ করা হয়েছে। এই জাহাজটি ‘মারিনেরা’ নামেও পরিচিত।
ইউকম আরও জানায়, উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন ফেডারেল আদালতের পরোয়ানা অনুযায়ী জাহাজটি জব্দ করা হয়। আগে থেকেই এটি নজরদারিতে রেখেছিল মার্কিন কোস্টগার্ডের কাটার ‘মনরো’। সংস্থাটি আরও জানায়, এই অভিযানে সমন্বয় করেছে মার্কিন বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এবং আগে প্রতিরক্ষা দপ্তর নামে পরিচিত ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।
এর আগে খবর এসেছিল, জাহাজটিকে পাহারা দিতে নৌবহর পাঠিয়েছিল রাশিয়া। একই সঙ্গে জাহাজটি গায়ানার পতাকা ছেড়ে রুশ পতাকা ধারণ করেছে বলেও জানা গিয়েছিল। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলাগামী তেলবাহী জাহাজে ‘অবরোধ’ দেয়ার নির্দেশ দেন। তবে সেসময় ভেনেজুয়েলা সরকার এই পদক্ষেপকে ‘লুটপাট’ আখ্যা দিয়েছিল।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্যাংকারটি পাহারা দিতে একটি সাবমেরিনসহ রুশ নৌযান পাঠানো হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দুজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন। মঙ্গলবার সিবিএসকে মার্কিন কর্মকর্তারা আরও বলেন, তারা ওই জাহাজে ওঠার পরিকল্পনা করছেন এবং এটিকে ডুবিয়ে দেয়ার চেয়ে জব্দ করতেই তাদের আগ্রহ বেশি।
এদিকে যুক্তরাষ্ট্র আরও একটি তেলবাহী জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, ‘এম/টি সোফিয়া’ নামের জাহাজটি ক্যারিবীয় সাগর থেকে জব্দ করা হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, ‘রাষ্ট্রহীন’ এই জাহাজটি নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত ছিল। এটিকে ‘ডার্ক ফ্লিট’-এর অংশ বলেও উল্লেখ করা হয়, যদিও ভেনেজুয়েলার সঙ্গে এই জাহাজের সরাসরি সংশ্লিষ্টতা আছে কিনা তা দেখানো হয়নি।
মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড উত্তর আটলান্টিক থেকে ভেনেজুয়েলা-সম্পৃক্ত তেলবাহী একটি জাহাজ জব্দের কথা জানানোর কিছু সময় পরই ক্যারিবীয় সাগর থেকে আরেকটি জাহাজ জব্দ করার ঘোষণা দেয়। উত্তর আটলান্টিক জব্দ করা ওই জাহাজটি কয়েক সপ্তাহ ধরে অনুসরণ করছিল মার্কিন বাহিনী।
Parisreports / Parisreports
রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত অন্তত ৩০
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প
ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র
ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে নিকোলাস মাদুরোকে
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের দাবি ট্রাম্পের
ভারতে দূষিত পানি ব্যবহারে মৃত ৯, হাসপাতালে ২০০
নতুন বছর ২০২৬ সালকে সবার আগে স্বাগত জানাল কিরিবাতির কিরিতিমাতি
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
পুতিনের বাসভবনে হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প