বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে

বরুড়ায় শীতবস্ত্র বিতরণ


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ১২:১৬

 

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুমিল্লার বরুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।  শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, আহসানুল হক, কবির হোসেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক সরকার কবির, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাখাওয়াত অভি, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো. ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির মো. মাহাদী হাসান অনিক, মোবাশ্বির, হুমায়ুন কবির সবুজ, শাহ আলম, মোহাম্মদ আলামিন বাবলু, ফারুক হোসেন, টিটু রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, ছোটতুলাগাও মহিলা কলেজে অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবরিনা জাহান শান্তাসহ বরুড়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুণী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

উল্লেখ্য, ২১ ডিসেম্বর দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ আড়াই লাখ শীতবস্ত্র বিতরণ করা হয়।

Parisreports / Parisreports

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বহাল আগামী শিক্ষাবর্ষেও

ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা

আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

রাকসু নির্বাচনের ফল কখন, জানাল কমিশন

চাকসুর ফল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি ছাত্রদল-শিবির

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন