শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

‘আন্দোলন দমাতে র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে’


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১-২০২৫ বিকাল ৭:২৬

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তা দমাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। র‌্যাবের সে সময়কার মহাপরিচালক হারুন অর রশীদ গুলি ছোড়ার নির্দেশ দেন। সেই হত্যা মামলায় তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হযেছে। এরমধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তার সংখ্যা বেশি।

এদিন আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গত বছরের জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্ররা। তাদের আন্দোলন রাজপথে গড়ালে তা দমাতে শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনী বেপরোয়া ছিল। সেই সময় আন্দোলন দমাতে র‌্যাবের হেলিকপ্টারে রাজধানীর কয়েকটি এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই র‌্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে আসা হয়েছে।

Parisreports / Parisreports

১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আইভী

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মমতাজের রিমান্ড শুনানি ঘিরে আদালতে হট্টগোল

ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই