বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মেডিকেলে কোটা: ১৯৩ জনের মধ্যে সনদ মিলেছে ৭৪ জনের, বাদ ১১৯


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ১২:৫০

মেডিকেল বা এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ৭৪ জনের দরকারি একাডেমিক সনদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

এছাড়া তালিকার ৪৪ জন যোগাযোগই করেনি। বাকি ৭৫ জন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি হিসেবে আবেদন করেছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে পারবে না। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তাদের সনদ যাচাই-বাছাই করা হয়। ইতোমধ্যে নাতি-নাতনি হিসেবে আবেদনকারীরা ভুল স্বীকার করেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, তাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ দেয়া হবে কীনা সেটি পরে জানানো হবে। এছাড়া প্রাথমিক যাচাইয়ে উৎরে যাওয়া ৭৪ জনের সনদ স্থানীয় প্রশাসন থেকেও যাচাই করা হবে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ এমবিবিএস শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী নির্বাচিত হন। এর মধ্যে কোটায় নির্বাচিত ১৯৩ জনের ভর্তি সাময়িকভাবে স্থগিত করা হয়। পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। 

Parisreports / Parisreports

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বহাল আগামী শিক্ষাবর্ষেও

ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা

আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

রাকসু নির্বাচনের ফল কখন, জানাল কমিশন

চাকসুর ফল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি ছাত্রদল-শিবির

দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন